নয়াদিল্লি: পহেলগাঁও হামলার পরে ভারতের প্রত্যাঘাতে জর্জরির পাকিস্তান। এর মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে ভারত রণনীতি সাজাতে শাসক-বিরোধী দ্বন্দ্বকেও ভুলে গিয়েছে। এখন প্রতিদ্বন্দ্বী একটাই, জঙ্গিদের আঁতুড়ঘর পাকিস্তান। পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের জঙ্গিবাদের মুখোশ গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চায় ভারত।(Anti Terror Campaign) শুধু রাষ্ট্রসংঘ নয়, সেই লক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত থেকে পাঠানো হবে প্রতিনিধি দল।
Read More: অবশেষে পার ৯০ মিটার! ইতিহাস গড়লেন ‘সোনার ছেলে’ নীরজ
জানা যাচ্ছে, এই প্রতিনিধি দলে শাসক ও বিরোধী দুই শিবিরেরই সাংসদরা থাকবেন।(Anti Terror Campaign) আর সেই দলের নেতৃত্বের অন্যতম মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুরকে। শনিবারই সংসদ বিষয়ক মন্ত্রক প্রতিনিধি দলের সমস্ত নেতার নাম ঘোষণা করেছে।
আগামী ২২ মে থেকে এই সফর শুরু হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশে যাবে প্রতিনিধি দলগুলি। প্রতিটি প্রতিনিধি দলে ৫-৬ জন করে সাংসদ থাকবেন। এই দলেই থাকছেন শশী থারুরও।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, ”সাত সদস্যের সর্বদলীয় প্রতিনিধিরা দ্রুত প্রধান সঙ্গী দেশে যাবেন। বার্তা পৌঁছে দেবেন যে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জিরো-টলারেন্স নীতি নিয়েই চলব। মতপার্থক্য সত্ত্বেও রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের উজ্জ্বল প্রতিফলন এটা।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1923723332870078980
শশী থারুর ছাড়া এই দলগুলিকে নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে আরও ছ’জনকে। তাঁরা হলেন- রবিশংকর প্রসাদ (বিজেপি), সঞ্জয়কুমার ঝা (জেডিইউ), বৈজয়ন্ত পাণ্ডা (বিজেপি), কানিমোঝি করুণানিধি (ডিএমকে) ও সুপ্রিয়া সুলে (এনসিপি)।
প্রসঙ্গত, শশী থারুরের নাম কংগ্রেসের তরফে দেওয়াই হয়নি। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চারজনের নাম দিয়েছিলেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা, লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ, রাজ্যসভার সাংসদ ড. সইদ নাসির হুসেন এবং লোকসভার সাংসদ রাজা ব্রার। কিন্তু শশী থারুরকে বেছে নেওয়া হয়েছে।