প্রতিবেদন : অবশেষে প্রতীক্ষায় ইতি। ৯০ মিটারের মাইলস্টোন অতিক্রম করলেন ভারতী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।(Neeraj Chopra) শুক্রবার দোহায় ডায়মন্ড লিগে এই নজির গড়লেন তিনি। এদিন নিজের তৃতীয় চেষ্টায় ৯০.২৩ মিটার থ্রো করেন নীরজ। আর সেই সঙ্গে প্রথম ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার হিসেবে ঢুকে পড়লেন ইতিহাসের পাতায়।
Read More: ভয়াবহ অগ্নিকাণ্ড এজেসি বোস রোডের বহুতলে! দমকলের তৎপরতায় আপাতত নিয়ন্ত্রণে আগুন
বিগত ২০২২ সালে স্টকহোম ডায়মন্ড লিগে নিজের কেরিয়ারের সেরা ৮৯.৯৪ মিটার থ্রো করেছিলেন নীরজ। এবার ৯০ মিটার পার হওয়ার স্বপ্নপূরণ করলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী তারকা অ্যাথলিট।(Neeraj Chopra) তবে এদিন দ্বিতীয় স্থানেই এদিন শেষ করতে হল নীরজকে। ৯১.০৬ মিটার থ্রো করেন প্রথম হন জার্মানির জুলিয়ান ওয়েবার।
Link: https://x.com/ekhonkhobor18/status/1923721146941440302
কবে নীরজ ৯০ মিটার পার করেন, সেদিকেই তাকিয়ে ছিল গোটা দেশ। ৮৮, ৮৯ মিটারে এসে বারবার থমকে গিয়েছে তাঁর জ্যাভলিন। এমনকী অলিম্পিকে সোনা জিতলেও এতদিন ব্যক্তিগত লক্ষ্যপূরণ অধরাই ছিল। এবার নতুন কোচ জ্যান জেলেজনির তত্ত্বাবধানে সেই স্বপ্ন বাস্তবায়িত হল। এমন সাফল্যের পর থেকেই অপার শুভেচ্ছায় ভাসছেন ‘সোনার ছেলে’।