কলকাতা : ফের অগ্নিকাণ্ডের(Fire) ঘটনা ঘটল খাস কলকাতার বুকে। শনিবার ২২৪ নং এজেসি বোস রোডের একটি অফিস বিল্ডিংয়ে লাগল আগুন। দুপুর তিনটে নাগাদ মিন্টো পার্কের কাছে ওই বহুতলটি থেকে গলগল করে ধোঁয়া বেরতে দেখেন পথচলতি মানুষজন। দেখা যায়, ৬ তলার এসি থেকে দাউদাউ আগুনের শিখা ছড়িয়ে পড়ছে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বিভাগে। ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দমকলের পাঁচটি ইঞ্জিন।
Read More: বাণিজ্যনগরীতে বোমাতঙ্ক! হুমকি-মেল পেতেই নিরাপত্তা বাড়াল মুম্বই পুলিশ
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই বিল্ডিংটি একটি অফিস। শনিবার হওয়ায় অফিস বন্ধ ছিল, তাই প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন(Fire) লেগেছিল এসিতে। ৬ তলার বিল্ডিংয়ে একের পর এক এসি পুড়তে থাকে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে আগুন নেভাতে নাজেহাল হয়ে পড়েন দমকল কর্মীরা। এজেসি বোস রোড সংলগ্ন ফ্লাইওভার থেকে জল ছুঁড়ে আগুন নেভাতে হয়। আরও দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছে কাজ শুরু করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ার রয়েছে। জলের ধারা অব্যাহত রাখা হয়েছে এখনও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1923689902757249474
শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, প্রাথমিকভাব এমনই অনুমান করছে দমকল। এসিতে আগুন লাগায় তা ভয়াবহ রূপ নেয়। শনিবার অফিস ছুটি থাকায় প্রাণহানি এবং বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। এসিগুলির ক্ষতি হয়েছে। বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা। দিনেদুপুরে এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় পথচারীদের মধ্যে। একে একে গাড়ি দাঁড়িয়ে পড়ে উড়ালপুলের উপর।