নয়াদিল্লি: ভারতের প্রত্যাঘাতে হিমশিম খেতে হয়েছে পাকিস্তানকে। অপারেশন সিঁদুরের পরই ড্রোন হামলার চেষ্টা থেকে ক্ষেপনাস্ত্র, সীমান্তের ওপার থেকে টানা গোলাগুলি চালিয়ে ভারতে হামলা করেছে পাকিস্তান। পাকিস্তানের বায়ুসেনাঘাঁটিগুলিতে দুরমুশ করে ছেড়েছে ভারত। তবে সবথেকে বড় আঘাত যা এতদিন স্বীকার করেনি পাকিস্তান, তা হল রাজধানী ইসলামাবাদ সংলগ্ন নূর খান ছাউনিতে ভারতের প্রত্যাঘাত।(Retaliation to Noor khan) এবার সে কথাই মেনে নিলেন শাহবাজ শরিফ।
Read More: পাক মদতপুষ্ট খালিস্তানি জঙ্গিদের শায়েস্তা করতে তৎপর এনআইএ
পাকিস্তান মনুমেন্টে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শরিফ বলেন, ৯ মে এবং ১০ মে রাত। সময় তখন আড়াইটা মতো। ফোন করে ঘুম থেকে তোলেন জেনারেল আসিম মুনির । ধড়মড়িয়ে উঠে শরিফ জানতে পারেন, ভারত একেবারে পাকিস্তানের ভূখণ্ডের ভেতরে ঢুকে প্রত্যাঘাত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “৯/১০ তারিখ রাতে, জেনারেল আসিম মুনির আমাকে ফোন করে জানান যে ভারত নূর খান বিমানঘাঁটি(Retaliation to Noor khan) সহ আমাদের বেশ কয়েকটি বিমানঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1923651656899858919?s=19
নূর খান ছাউনি পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ সামরিক জায়গা। এটাই সেনা বাহিনীর প্রধান পরিবহন কেন্দ্র। আকাশে থাকা অবস্থায় কোনও যুদ্ধবিমানের জ্বালানি শেষ হয়ে গেলে এই নূর খান ছাউনি থেকেই জ্বালানি নেয় তারা। আর এই ছাউনি থেকে ইসলামাবাদ খুব দূরে নয়। তাই এই হানা কার্যত পাকিস্তানের বুকে তীর মেরে দেওয়ার সমান। ভারতের সেনাবাহিনী সাংবাদিক বৈঠকে এ কথা জানালেও , মুখে কুলুপ এঁটে বসেছিলেন শরিফরা। অবশেষে বিশ্বের কাছে স্বীকার করে নিল ইসলামাবাদ।