কলকাতা: গরমে নাজেহাল অবস্থা সারা রাজ্য তথা কলকাতার। গত কয়েকদিনে বৃষ্টির দেখা অল্পস্বল্প মিললেও তাপমাত্রা কিন্তু কমেনি। তবে এবার স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।(Alipore Weather Office) শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি সম্ভাবনা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা।
Read More: আস্থা কোর কমিটিতেই, কলকাতা উত্তর ও বীরভূমে সাংগঠনিক রদবদল তৃণমূলের
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। বীরভূম,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত গরম ও অস্বস্তি বজায় থাকবে।
উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।(Alipore Weather Office) ৩০-৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে, অসম, মেঘালয়ে প্রবল বর্ষণের আশঙ্কা। অরুণাচল প্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1923440009975149005?s=19
উল্লেখ্য, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৮৭ শতাংশ। বিকেলের পর ঝড়বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবারের মধ্যে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে বলে অনুমান।