কলকাতা : বহুদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে, শুক্রবার দলের একাধিক জেলা সংগঠনে রদবদল করল রাজ্যের শাসকদল তৃণমূল। কলকাতা উত্তর ও বীরভূমে জেলা সভাপতির পদ বাদ দিয়ে কোর কমিটিতে(TMC Core Committee) আস্থা রাখা হল। দুই জেলারই বিধায়কদের নিয়ে তৈরি হল কোর কমিটি। বীরভূমের ৭ সদস্যের কোর কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর আর আলাদা করে কোনও পদ রইল না। এখন থেকে তিনি শুধুমাত্র কোর কমিটির সদস্য তিনি।
Read More: বয়স সংখ্যামাত্র! ৫০ পেরিয়ে এভারেস্ট জয় বঙ্গসন্তান সৌমেনের
পাশাপাশি, উত্তর কলকাতায় ৯ জন বিধায়ককে নিয়ে তৈরি হল কোর কমিটি।(TMC Core Committee) এছাড়া বেশ কয়েকটি জেলায় চেয়ারপার্সন, সভাপতি বদল হয়েছে। জানা গিয়েছে, বীরভূমে সাত সদস্যের কমিটিতে রয়েছেন, অনুব্রত মণ্ডল, অভিজিৎ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ, কাজল শেখ। এছাড়া দুই সাংসদ শতাব্দী রায়, অসিত মাল কোর কমিটির আমন্ত্রিত সদস্য।

অন্যদিকে, কলকাতা উত্তরে জেলা সভাপতি পদ বাদ দিয়ে তৈরি করা হয়েছে কোর কমিটি। ৯ সদস্যের এই কোর কমিটিতে রয়েছেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, অতীন ঘোষ, শশী পাঁজা, পরেশ পাল, সুপ্তি পাণ্ডে, স্বর্ণকমল সাহা, স্বপন সমাদ্দার, জীবন সাহা, বিবেক গুপ্ত। এতদিন কলকাতা উত্তরের জেলা সভাপতির পদ সামলেছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার তিনি জেলা চেয়ারপার্সনের দায়িত্ব পালন করবেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1923374008906498422