নয়াদিল্লি: ভারত ও পাক সংঘাতের মাঝেই বিশ্বাসঘাতকতা করেছে তুরস্ক। ভারতে হামলা চালানোর জন্য শুধু ড্রোন দিয়ে সাহায্য নয়, পাকিস্তানে সেনাও পাঠিয়েছিল তারা। এই খবর প্রকাশ্যে আসতেই কড়া পদক্ষেপ নিয়ে একাধিক ভারতীয় বিমানবন্দরের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা তুরস্কের সংস্থার লাইসেন্স বাতিল করেছে ভারত। ভারতের এই সিদ্ধান্তের পরেই সাফাই দিল সেলেবি অ্যাভিয়েশন ইন্ডিয়া।(Celebi Aviation India)
Read More: গেরুয়া শিবিরের তেরঙ্গা যাত্রায় ডাক পেলেন না দিলীপ
সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানকে সাহায্য করে ভারতের সঙ্গে গদ্দারি করেছে তুরস্ক। এহেন পরিস্থিতিতে বিশ্বাসঘাতক তুরস্কের সংস্থার হাতে ভারতের বিমানবন্দরগুলির দায়িত্ব থাকা কতখানি নিরাপদ? এই প্রশ্ন তুলে দাবি ওঠে, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হোক সেলেবিকে। বৃহস্পতিবার নিরাপত্তার কারণ দেখিয়ে সংস্থাটির লাইসেন্স বাতিল করা হয়।(Celebi Aviation India) তারপর থেকেই খবর ছড়ায়, সংস্থাটির মালিকানা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্ডোয়ানের কন্যা সুমিয়ি এর্ডোয়ানের হাতে।

অবশেষে বিতর্কের মধ্যে বিবৃতি জারি করে সেলেবি জানিয়েছে, ‘সুমিয়ি নামে কোনও শেয়ারহোল্ডার নেই আমাদের। সেলেবিগ্লু পরিবারের হাতে সংস্থার মালিকানা আছে, এবং ওই পরিবারের কোনও রাজনৈতিক যোগ নেই। গোটা বিশ্বে যথেষ্ট পেশাদারিত্বের সঙ্গে কাজ করি আমরা। কোনওরকম রাজনৈতিক যোগ নেই আমাদের।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1923293783040438318
লাইসেন্স বাতিল নিয়ে সেলেবির তরফে জানানো হয়, ভারতীয় কর্তৃপক্ষ নিয়মিত ব্যবস্থাপনা খতিয়ে দেখে। দেশের সমস্ত নিয়মকানুন যথাযথভাবে পালন করা হয় বলেই মত তুরস্কের সংস্থাটির। ভুয়ো তথ্যের জন্য ভারতে সেলেবির সুনাম নষ্ট হবে না বলেই আশা তাদের। তবে আপাতত ভারতের ক্লিয়ারেন্স চেক পরীক্ষায় ব্যর্থ হয়েছে তারা। ফলে লাইসেন্স আপাতত বাতিল থাকবে।