নয়াদিল্লি: ভারতীয় সেনার কর্নেল কুরেশির ধর্ম নিয়ে কুরুচিকর মন্তব্য করায় বুধবার বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের(Supreme Court) দ্বারস্থ হন বিজেপি মন্ত্রী বিজয় শাহ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই তাঁর মন্তব্যকে অগ্রহণযোগ্য এবং অসংবেদনশীল বলে আখ্যা দিলেন।
Read More: মোদীরাজ্যে তৈরি জাল ওষুধে ছেয়েছে বাংলা! কড়া পদক্ষেপ রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ডের
সুপ্রিম কোর্টের(Supreme Court) প্রধান বিচারপতি বি আর গাভাই তাঁর মন্তব্যকে অগ্রহণযোগ্য এবং অসংবেদনশীল বলে আখ্যা দিয়ে জানান, সাংবিধানিক পদে থাকা কোনও ব্যক্তির কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না। এরপরই তাঁকে ধমক দিয়ে তিনি বলেন, “কীভাবে এই ধরনের মন্তব্য মুখ থেকে বেরোয়? যান হাইকোর্টে গিয়ে এক্ষুনি ক্ষমা চান।” সুপ্রিম কোর্ট কড়া ভাষায় জানিয়েছে, একদিনে আপনার কোনও কিছুই বদল হবে না। আপনি নিজে জানেন আপনি কী রকম মানুষ।
পাশাপাশি, গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টে যে রক্ষাকবচের আবেদন করেছিলেন বিজয়, তা-ও এদিন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1922933188751430042
উল্লেখ্য, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতির্কের মুখে মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহকে। তিনি বলেন, “ওরা আমাদের হিন্দু ভাইদের পোশাক খুলে ধর্মীয় পরিচয় যাচাই করে হত্যা করেছে। প্রধানমন্ত্রী মোদিজি ওদের (জঙ্গিদের) বোনকে ওদের বাড়িতে হামলার জন্য পাঠিয়েছেন। ওরা (জঙ্গিরা) আমাদের বোনকে বিধবা করেছে, তাই মোদিজি ওদের সম্প্রদায়ের বোনকেই ওদের পোশাক খুলে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন।”
কর্নেল কুরেশির নাম না নিলেও মন্তব্য যে তাঁকে উদ্দেশ্য করেই তা বুঝতে বাকি ছিল না কারও। তবে বিতর্ক তুঙ্গে উঠতেই বিজয় দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি কর্নেল কুরেশির কাছে ১০ বার ক্ষমা চাইতেও প্রস্তুত।