প্রতিবেদন : দিনদুয়েক আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি।(Virat Kohli) তাঁর এহেন ঘোষণায় স্বাভাবিকভাবেই মনমরা ক্রিকেটভক্তরা। পাশাপাশি, ধারাবাহিকভাবে ‘ফিট’ বিরাটের এহেন সিদ্ধান্তে অবাক বহু প্রাক্তন ক্রিকেটার। তাঁদের মতে, আরও কিছুদিন ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে খেলতেই পারতেন বিরাট। এবার তাঁর ভূয়সী প্রশংসায় মুখর হলেন ভারতের প্রাক্তন স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ বাসু শংকর। তাঁর কথায়, বিরাট নিজেকে অলিম্পিক অ্যাথলিটের মতো গড়ে তুলেছিলেন। আগাগোড়া ব্যতিক্রমী ছিলেন। নিজেকে ফিট রাখতে নিষ্ঠা ও পরিশ্রমে কোনও ত্রুটি রাখতেন না।
Read More: পুনর্বাসন ছাড়াই ৫০০ গরিব পরিবারকে উচ্ছেদ নোটিশ দিল রেল! আন্দোলনের ডাক তৃণমূলের
বাসু শংকর জানিয়েছেন, “বিরাটই(Virat Kohli) এমন একজন ক্রিকেটার যে নিজেকে একজন অলিম্পিক অ্যাথলিটের মতো গড়ে তুলেছে। এর জন্য চূড়ান্ত প্রশিক্ষণ নিয়েছে। অসম্ভব খেটেছে। একই ধরনের অনুশীলন বারবার নিতে চাইত না ও। সব সময় নতুন কিছু করতে চাইত। এক্ষেত্রে বিরাটের মতো মনোযোগী ছাত্র আর হয় না। ও সেই ধরনের ছাত্র, যে প্রথমে অনেক প্রশ্ন করবে। তারপর একবার বুঝে গেলে আর দেখতে হবে না। সেটা রপ্ত করেই ছাড়বে। ভালো নেতাকে একজন আদর্শ ব্যক্তি হতে হয়। বিরাট তেমনই ছিল।”
পাশাপাশি, তিনি বলেন, “বিরাটকে দেখে গোটা দল এই সংস্কৃতিকে রপ্ত করতে শুরু করে। বিরাট একটা সময় ফিটনেসের প্রতীক ছিল। আমার মনে আছে, একজন বিদেশি কোচ দলের প্র্যাকটিস দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, ‘এটা কী চলছে?’ বিরাট-সহ গোটা দল অনুশীলনে সেই সময় অলিম্পিক অ্যাথলিটের মতো দৌড়চ্ছিল। সবার মুখে ছিল ক্ষিপ্রতা। আর এটার জন্য একজনেরই কৃতিত্ব প্রাপ্য। সে বিরাট।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1922632127318823000
উল্লেখ্য, শচীন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাসকরের পরে টেস্ট ক্রিকেটে ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ক্রিকেটের এই সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে আগেই অবসর নিয়েছিলেন তিনি। আর সোমবার তিনি বিদায় জানালেন লাল বলের ক্রিকেটকেও। ১২৩ টেস্টে তাঁর রান ৯,২৩০। গড় ৪৬.৮৫। রয়েছে ৩০টি শতরান, ৩১টি অর্ধশতরান। দ্বিশতরান করেছেন ৭টি। যা ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি।