প্রতিবেদন : বাবার মতোই সাত নম্বর জার্সি পরে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক ঘটল তাঁর। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের(Cristiano Jr) কাছে দিনটি হয়ে রইল ‘রেড লেটার ডে’। নাতিকে উৎসাহিত করতে মঙ্গলবার গ্যালারিতে উপস্থিত ছিলেন তাঁর ঠাকুমা তথা রোনাল্ডোর মা ডলোরেস আভেইরো।
Read More: চলত গোপন তথ্য পাচার! পানিপথে পুলিশের জালে পাক গুপ্তচর
এদিন ভ্লাটকো মার্কোভিচ যুব টুর্নামেন্টে জাপানের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। ৪-১ ব্যবধানে জেতে তারা। হ্যাটট্রিক করেন রাফায়েল কাব্রাল। জুনিয়র(Cristiano Jr) অবশ্য মাঠে নামেন পরিবর্ত খেলোয়াড় হিসেবে। ৫৪ মিনিটে খেলতে এলেও সকলের নজর কেড়ে নিয়েছেন ১৪ বছর বয়সী তরুণ প্রতিভা। ছেলের প্রশংসায় পঞ্চমুখ ‘সিআরসেভেন’। সোশ্যাল মিডিয়ায় কিংবদন্তি লিখেছেন, “অভিষেকের জন্য অভিনন্দন। তোমায় নিয়ে গর্বিত।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1922627675266433285
নাতির ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন রোনাল্ডোর মা ডলোরেস আভেইরো। রোনাল্ডোর তারকা হয়ে ওঠার পিছনে ডলোরেসের অপার আত্মত্যাগ রয়েছে। আর জুনিয়রকেও পরম যত্নে পালন করেছেন তিনি। জুনিয়রের অনুশীলনে নিয়মিত উপস্থিত থাকেন। রোনাল্ডো রিয়ালে থাকাকালীন রিয়ালের অ্যাকাডেমিতে ভর্তি হন তাঁর ছেলে। পরে সেখান থেকে জুভেন্তাস, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হয়ে বাবার মতো ক্রিশ্চিয়ানো জুনিয়রও এখন খেলছেন আল-নাসেরে। বাবার মতোই গোল করতে পছন্দ করেন। আল-নাসেরের হয়ে দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছেন জুনিয়র।