কলকাতা: চলতি বছরে উচ্চমাধ্যমিকের(Higher Secondary) ফলপ্রকাশ হল ৭ মে। এবার আগামী বছরে পরীক্ষা কবে! তা নিয়েই ঘোষণা করল সংসদ। চলতি বছরের ফল প্রকাশের দিনই, পরের বছরের পরীক্ষাগুলির শুরু ও শেষের দিন ঘোষণা করা হল। সম্পূর্ণ রুটিন তাড়াতাড়ি প্রকাশ করা হবে জানিয়েছে সংসদ।
Read More: ‘কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ রেখে লড়াই করব’, বার্তা মুখ্যমন্ত্রীর
২০২৬ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু’বার হবে। সেমিস্টার পদ্ধতিতে হবে এই পরীক্ষা। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে। শেষ হবে ২২ সেপ্টেম্বর। চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। পুরনো পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। এই পদ্ধতিতে পরীক্ষা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।

আগামী বছর এই দুই পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাসূচি বুধবার ঘোষণা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জানানো হয়েছে, এবছর যারা উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়েছে, তারা পুরনো পদ্ধতিতে অর্থাৎ যা এতবছর ধরে চলছিল, সেই পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন। টেস্টে অনুত্তীর্ণরাও পুরনো পদ্ধতির পরীক্ষাতেই বসতে পারবেন। পাশাপাশি অকৃতকার্যরা নিজেরাই বাছাই করতে পারবেন কোন পদ্ধতিতে পরীক্ষা দেবেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1920538298704896277
প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষ থেকে সেমেস্টার পদ্ধতিতে একাদশ ও দ্বাদশের পঠনপাঠন ও পরীক্ষা শুরু হচ্ছে। একাদশের দু’টি সেমিস্টার অর্থাৎ প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এবং দ্বাদশের দু’টি সেমিস্টার, তৃতীয় ও চতুর্থ সেমিস্টার। দ্বাদশের এই দু’টি সেমিস্টার অর্থাৎ তৃতীয় ও চতুর্থ সেমিস্টার নিয়ে আগামী বছর ২০২৬ সালে নতুন পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে।