কলকাতা: ৫০ দিন আগেই শেষ হয়েছে উচ্চমাধ্যমিক। বুধবার, ৭ মে ফলপ্রকাশ উচ্চমাধ্যমিকের।(Higher Secondary Result) বহু প্রতীক্ষার শেষে ফল পেতে চলেছেন ছাত্রছাত্রীরা। সাড়ে ১২টায় বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করলেন সংসদ সভাপতি। এবারও কলকাতাকে টেক্কা জেলার। মেধাতালিকায় প্রথম দশে রাজ্যের ৭২ পড়ুয়া।
Read More: বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের
চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলাফলে(Higher Secondary Result) জেলার ছাত্রছাত্রীদের জয়জয়কার। পাশের নিরিখে প্রথমে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৫.৭৪ শতাংশ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে স্থান পেয়েছে ৭২ জন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে রয়েছে একজন করে। হুগলি থেকে রয়েছে ১৪ জন পরীক্ষার্থী। কলকাতা থেকে ৪ জন পড়ুয়া মেধা তালিকায় স্থান পেয়েছে।

উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ণ পাল। তার প্রাপ্ত শতাংশ নম্বর ৯৯.৪ শতাংশ। ৪৯৭ পেয়েছে রূপায়ন পাল। দ্বিতীয় হয়েছে তুষার দেবনাথ। কোচবিহারের বক্সিরহাট স্কুলের পড়ুয়া তুষার দেবনাথের প্রাপ্ত নম্বর ৪৯৬। পেয়েছে ৯৯.২ শতাংশ। তৃতীয় হয়েছে রাজর্ষি অধিকারী, তার প্রাপ্ত নম্বর ৪৯৫। শতাংশ হিসাবে যা ৯৯ শতাংশ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1920026241681199105