কলকাতা: কিছুদিন আগেই মাধ্যমিকের ফলপ্রকাশ হয়ে গিয়েছে। এর মাঝেই এবার আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা নিয়ে ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ।(Board of Secondary Education) মঙ্গলবারই পরীক্ষার রুটিন প্রকাশ পর্ষদের। আগামী বছরে আরও আগে মাধ্যমিক পরীক্ষা।
Read More: ‘ফিরে আসুন বাংলায়, কাজ করুন নিজের অধিকারে’, রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আহ্বান মুখ্যমন্ত্রীর
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা হবে বছরের শুরুতেই। ফেব্রুয়ারির প্রথমেই শুরু হবে মাধ্যমিক। প্রকাশিত হল রুটিন। ২ ফেব্রুয়ারি, সোমবার: প্রথম ভাষা; ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার: দ্বিতীয় ভাষা; ৬ ফেব্রুয়ারি, শুক্রবার: ইতিহাস; ৭ ফেব্রুয়ারি, শনিবার: ভূগোল; ৯ ফেব্রুয়ারি, সোমবার: গণিত; ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার: ভৌত বিজ্ঞান; ১১ ফেব্রুয়ারি, বুধবার: জীবন বিজ্ঞান; ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার: অ্যাডিশনাল। শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা পরীক্ষার দিনক্ষণ পরে ঘোষণা করা হবে।
জানানো(Board of Secondary Education) হয়েছে, পরীক্ষা শুরু হবে সকাল পৌনে ১১টায়। শেষ দুপুর দু’টোয়। প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র দেখার জন্য। লেখা শুরু করা যাবে ১১টায়। তবে ভোকেশনাল বিষয়, কম্পিউটার পরীক্ষার ক্ষেত্রে এই সময়সীমা অন্য।
Link: https://x.com/ekhonkhobor18/status/1919753519680393379
প্রসঙ্গত, আগামী বছরেই বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনের কারণে পরীক্ষা এগোতে পারে বলে আগেই মনে করা হচ্ছিল। এবার সেইমতোই ২০২৬ এ আগেভাগেই হয়ে যেতে চলেছে মাধ্যমিক পরীক্ষা৷ তবে মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসায় মনে করা হচ্ছে, টেস্টও কিছুটা এগিয়ে আসতে পারে।