প্রতিবেদন : পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই নিরাপত্তা ইস্যুতে সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার।(Modi Government) পাশাপাশি, ঘটনার পর ১৪ দিনে কেটে গেলেও এখনও অধরা হামলার মূলচক্রী। এর মধ্যেই বিস্ফোরক দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জানালেন, তিনদিন আগেই কাশ্মীরে জঙ্গি হামলার তথ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে! আর সেকারণেই শেষ মুহূর্তে শ্রীনগর সফর বাতিল করেছিলেন তিনি। গোয়েন্দাদের কাছে তথ্য থাকা সত্ত্বেও কেন সেই অনুযায়ী পদক্ষেপ নিল না প্রশাসন? প্রশ্ন বর্ষীয়ান রাজনীতিবিদের।
Read More: “আপনাদের কারও গায়ে আঁচ লাগতে দেব না” ওয়াকফ ইস্যুতে আশ্বাস মমতার
মঙ্গলবার খাড়গে বলেন, “গোয়েন্দা ব্যর্থতা ছিল সেটা সরকার মেনে নিয়েছে। তা শুধরে নেওয়ার চেষ্টাও করছে কেন্দ্র। কিন্তু আগে থেকেই যদি হামলার খবর ছিল তাহলে কেন ব্যবস্থা নেওয়া হল না? আমি জানতে পেরেছি, কাশ্মীরে জঙ্গি হামলা হতে পারে এমন একটি গোয়েন্দা রিপোর্ট পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীর কাছে।(Modi Government) তার ভিত্তিতেই নিজের শ্রীনগর সফর বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী। আমার প্রশ্ন, আগে থেকে তথ্য ছিল তা সত্ত্বেও কেন পর্যাপ্ত ব্যবস্থা করা হল না?”
জঙ্গি হামলার কয়েকদিন পরে একটি গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসে। যেখানে দাবি করা হয়েছে, পর্যটকদের উপর যে হামলা হতে পারে তার আগাম খবর গোয়েন্দারা দিয়েছিল। যদিও গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়, শ্রীনগরের পার্শ্ববর্তী জবরবান রেঞ্জের তলহাটিতে হোটেলে আশ্রয় নেওয়া পর্যটকদের উপর এই হামলা হতে পারে। সেইমতো ওই অঞ্চলে ব্যাপক সতর্কতা জারি করা হয়। তবে দীর্ঘ তল্লাশির পরও কোনওরকম সাফল্য না মেলায় ২২ এপ্রিল বন্ধ করা হয় তল্লাশি অভিযান। তাৎপর্যপূর্ণভাবে ওই একইদিনে পহেলগাঁওয়ে জঙ্গিরা পর্যটকদের নিশানা করেছিল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1919698462721110373
পাশাপাশি জানা গিয়েছে, ১৯ এপ্রিল কাশ্মীরের কাটরা-শ্রীনগরগামী ট্রেন উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগেই বড়সড় কোনও হামলা চালানোর ছক ছিল জঙ্গিদের। যদিও শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত সেই কর্মসূচি বাতিল করা হয়। রেলের তরফে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এই দুটি ঘটনাকে হাতিয়ার করেই কেন্দ্রকে বিঁধেছেন কংগ্রেস সভাপতি। গোয়েন্দা ব্যর্থতা থাকলে সেটা সংশোধন করা যায়। কিন্তু গোয়েন্দারা তথ্য দিলেও কেন সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হল না? প্রশ্ন তুলেছেন তিনি।