বহরমপুর: ওয়াকফ সংশোধনী আইন(Waqf Act) নিয়ে তোলপাড় বাংলা সহ সারা দেশ। তবে বিরোধিতা সত্ত্বেও সংসদে পাশ হয়ে গিয়েছে ওয়াকফ সংশোধনী আইন। রাষ্ট্রপতিও সেই আইনে সিলমোহর দিয়েছেন। সেই আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। যদিও পুলিশের সক্রিয়তায় পরিস্থিতি শান্ত হয়। তবে কথামতোই মুখ্যমন্ত্রী সোমবারই মুর্শিদাবাদে উপস্থিত হয়েছেন। সেখান থেকেই ওয়াকফ আইন নিয়ে সাধারণকে ভরসা দিলেন। তিনি বলেন, ”আমি এখানে যতদিন আছি, না হিন্দু, না মুসলমান, না বৌদ্ধ, না খ্রিস্টান, আপনাদের কারও গায়ে আঁচ লাগতে দেব না।”
Read More: ‘বাংলার বাড়ি’র উপভোক্তাদের জন্য সুখবর, চলতি মাসেই দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য
মুর্শিদাবাদ সফরে গিয়ে মঙ্গলবার সুতির প্রশাসনিক সভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ”আমরা সবাই সংশোধনীর(Waqf Act) বিরোধিতা করেছিলাম। কিন্তু কেন্দ্র শোনেনি। আইন করে দিয়েছে। তা কেন্দ্র আইন করলে করুক। আমি এখানে যতদিন আছি, না হিন্দু, না মুসলমান, না বৌদ্ধ, না খ্রিস্টান – আপনাদের কারও গায়ে আঁচ লাগতে দেব না।”
এদিনও তিনি অভিযোগ তোলেন যে, অন্যের উসকানি ও প্ররোচনায় মুর্শিদাবাদে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হয়েছে। এবিষয়ে জনতাকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বললেন, “ওয়াকফ নিয়ে আমাদের এখানে কোনও প্রশ্ন নেই। এই নিয়ে আমি আর কিছু বলব না। ওয়াকফ নিয়ে আপনাদের কিছু বলার থাকলে দিল্লিতে যান। বাংলায় আমি আছি, মাথায় রাখবেন। আমি যতদিন আছি, আপনারা কারও কথায় নিজেদের মধ্যে অশান্তি করবেন না। আজ আমায় কথা দিন।” পাশাপাশি তিনি জানান, রাজ্য সরকার কোনও ধর্মেরই সম্পত্তি অধিগ্রহণের পক্ষে নয়।
Link: https://x.com/ekhonkhobor18/status/1919695570156871685
উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ চরমে ওঠে দেশজুড়ে। তার আঁচ পড়ে বাংলাতেও। মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গা উত্তপ্ত হয়ে উঠেছিল। যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশি সক্রিয়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওয়াকফ ইস্যুতে অশান্তির নেপথ্যে মুখ্যমন্ত্রী আগেও দায়ী করেছেন বহিরাগত শক্তিকে। তাই এদিনের সভা থেকে শান্তির বার্তা দিয়ে ভরসা যোগান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।