বহরমপুর: ওয়াকফ অশান্তির সময়েই কথা দিয়েছিলেন মুর্শিদাবাদ যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) কথামতোই তিনদিনের সফরে মুর্শিদাবাদ হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই প্রতিশ্রুতি মতোই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ বাংলার জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরি দিলেন তিনি।
Read More: জগন্নাথধাম নিয়ে সংঘাত চরমে! ‘টেনশন নেবেন না’, মন্তব্য দিলীপের
মঙ্গলবার সুতির প্রশাসনিক সভায় জওয়ানের পরিবারকে ডেকে স্ত্রী শাহানাজ শেখকে চাকরির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) এমনকী সুতির কাশিমনগরের ওয়াকফ অশান্তিতে প্রাণ হারানো এজাজ আহমেদের পরিবারের একজনকেও চাকরি দেওয়ার ঘোষণা করেছেন তিনি। এছাড়া আর্থিক সাহায্যও তুলে দেওয়া হয়েছে।
এদিন দুপুরে সুতিতে পৌঁছে আগেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সরকারি পরিষেবা প্রদানের কাজ সেরে নেন মমতা। প্রথমেই মঞ্চে ডেকে নেন তেহট্টের শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারকে। জওয়ানের স্ত্রী, দুই সন্তানকে মঞ্চে নিয়ে আসেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। ঝণ্টুর স্ত্রী শাহানাজের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1919688380515778641
এরপরেই ওয়াকফ অশান্তির মাঝে পড়ে নিহত এজাজ আহমেদের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, এদিন সুতির প্রশাসনিক সভায় জেলার জন্য একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর।