খড়গপুর: সম্প্রতি একই ফ্রেমে মমতা ও দিলীপ ঘোষকে দেখে ঘুম উড়েছে বিজেপির অন্দরে। জগন্নাথধামের উদ্বোধনের অনুষ্ঠানে দিঘায় আড্ডা দিতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষকে।(Dilip Ghosh) এরপর থেকেই বিজেপির হেভিওয়েট নেতাদের মন্তব্য বিতর্কের সূত্রপাত ঘটায়। এর মধ্যেই বিজেপির একাংশের ইঙ্গিত, দিলীপবাবু পদ্ম শিবির ছেড়ে ঘাসফুলে যোগ দিতে পারেন। তবে খড়গপুরের চা চক্র থেকে দিলীপ ঘোষ এ নিয়ে মঙ্গলবার বলেন, ‘সব ঠিক আছে, টেনশন নেবেন না।’
Read More: যেমন কথা তেমন কাজ, ওয়াকফ অশান্তিতে বিধ্বস্ত পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী
সোমবার স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে ঝাড়গ্রাম গিয়েছেন দিলীপ ঘোষ।(Dilip Ghosh) তবে রাতেই তিনি ফিরে যান খড়গপুরে। মঙ্গলবার সকালে সেখানেই চা চক্রে যোগ দেন। সেখানেই তিনি বিজেপির একাংশের উদ্দেশে বলেন, “কিসের দন্দ্ব? কোনও এক ব্যাপারে বিজেপি নেতারা একমত নন। পার্টির কোন নির্দেশিকা নেই এবিষয়ে। কে মন্দির যাবে, কে মসজিদ যাবে বিজেপি কোনওদিন ঠিক করে দেয়নি, বিজেপিতে গণতন্ত্র আছে। অক্ষয় তৃতীয়াতে বিভিন্ন লোক বিভিন্ন প্রোগ্রাম করেছে। কোনওটাই কেউ পার্টি থেকে জিজ্ঞেস করে করেনি, আমি চ্যালেঞ্জ করছি।”
এদিন দিলীপ ঘোষ আরও বলেন, “পার্টিতে কিছু বাজনদার আছে। তাঁদের খুব চিন্তা হচ্ছে। তারা রীতি ঠিক করে দিচ্ছেন, পলিসি ঠিক করে দিচ্ছেন। আপনাদের বলব, এত টেনশন নেবেন না। বগল বাজাবেন না। বিজেপি বিজেপির মতোই আছে। জনতা বিজেপির সঙ্গে আছে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1919686637191135302
উল্লেখ্য, দিলীপ ঘোষের বিয়ের খবর আসতেই সংঘ সহ বিজেপির একাংশের বিরোধিতার খবর শোনা যাচ্ছিল। তবে এর মাঝেই মমতার সঙ্গে একই ফ্রেমে দিলীপবাবুকে দেখে খুশি হননি বিজেপির বেশকিছু নেতা কর্মীরা। সেই দ্বন্দ্ব বারবার প্রকাশ পেয়েছে তথাগত রায়ের মতো বেশকিছু হেভিওয়েট বিজেপি নেতাদের মন্তব্যে। পাশাপাশি দিলীপ ঘোষও তাঁদের পাল্টা জবাব দিতে ছাড়েননি।