মুর্শিদাবাদ: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে অশান্তি চরমে উঠেছিল। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদে। পরে সেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। এবার অশান্তির জেরে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) সেখানেই ধূলিয়ানে ক্ষতিগ্রস্ত এবং জাফরাবাদে নিহত বাবা-ছেলের পরিবারের সঙ্গে সাক্ষাতের কথা তাঁর। কিন্তু তার আগেই মুর্শিদাবাদ ছেড়ে কলকাতায় চলে এসেছেন নিহতদের পরিবারের লোকজন। বিজেপি তাদেরকে ব্যবহার করে নিজেদের ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত করছে। এমনই অভিযোগ উঠছে। ডুমুরজলায় দাঁড়িয়ে এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রীও।
Read More: ১৩ দিন পরেও দেশে ফেরেনি পূর্ণম, পরিবারের পাশে দাঁড়ালেন মমতা
মুর্শিদাবাদ সফরের আগে ডুমুরজলা স্টেডিয়ামের হেলিপ্যাডে দাঁড়িয়ে মমতা বলেন, “ধূলিয়ান থেকে দুই পরিবারকে নিয়ে চলে এসেছে। ঠিক আছে চলে আসুন। যার যা মর্জি। আমরা আর্থিক সাহায্য দিতে চেয়েছিলাম। কিন্তু ওঁরা নেননি। অথচ বিজেপি নেতারা দিয়েছেন। যদি কেউ না নেন, না আসেন – আমাদের কিছু করার নেই। যিনি দেখা করতে আসবেন, তাঁদের সঙ্গে কথা বলব।”
এদিন তিনি(Mamata Banerjee) আরও বলেন, “মুর্শিদাবাদে আগেই যেতে পারতাম। শান্তিস্থাপন না হওয়া পর্যন্ত গিয়ে বিরক্ত করতে চাইনি। পরিস্থিতি অনেকদিন নিয়ন্ত্রণে এসে গিয়েছে। তবে মাঝে জগন্নাথ মন্দির উদ্বোধন ছিল। অনেকদিন আগে ঘোষণা করেছিলাম। সেসব কাজ সেরে আজ যাচ্ছি।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1919324624287916342
মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় সামশেরগঞ্জের ধুলিয়ানে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন। তাঁদের বিশ্বাস ও ভরসা দেবেন। ইতিমধ্যেই ক্ষতিপূরণ-সহ যা যা করার সব কিছুর কাজ চলছে। মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের সঙ্গে সেসব বিষয়ে পর্যালোচনা করবেন। এরপর সুতির ছাবঘাটি ময়দানে একটি জনসভায় উপভোক্তাদের পরিষেবা প্রদান কর্মসূচি রয়েছে। ওই সভা থেকে প্রচুর প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হবে।