কলকাতা: পরীক্ষা শেষের ৪০ দিনের মাথায় ফলপ্রকাশ হল হাইমাদ্রাসা, আলিম ও ফাজিলের।(High madrasa)শনিবার ফলপ্রকাশের পর উত্তীর্ণ পড়ুয়াদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা পরীক্ষায় আশানুরূপ ফল করেনি তাদের জন্যও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
Read More : আপাতত বন্ধ শহরের সমস্ত রুফটপ রেস্তোরাঁ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সিদ্ধান্ত পুরসভার
এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, “হাইমাদ্রাসা(High madrasa), আলিম এবং ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই! আমি আশা করি তোমরা ভবিষ্যতে আরও সাফল্য পাবে। তোমাদের জীবনের এই বিশেষ দিনটিতে, আমি তোমাদের বাবা-মা, তোমাদের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক – সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের সহায়তাই তোমাদের সাফল্যের চাবিকাঠি।”

পাশাপাশি যারা আশানুরূপ ফল করেনি তাদের উদ্দেশেও তিনি লেখেন, “যারা আজকে ভালো ফল করতে পারোনি, তাদের আমি বলবো: মন খারাপ করো না। চেষ্টা চালিয়ে যাও। সামনের দিনে তোমরাও অবশ্যই সফল হবে।” এহেন পোস্ট করে তিনি সকলকে শুভ কামনা জানান।
Link: https://x.com/ekhonkhobor18/status/1918601595639804361?s=19
প্রসঙ্গত, এবার হাইমাদ্রাসায় মোট পরীক্ষার্থী ৪৪ হাজার ৭৩ জন। তার মধ্যে ছাত্র ১৫ হাজার ৪২০ জন এবং ২৮ হাজার ৬৫৩ জন ছাত্রী। আলিমে এবার ১১ হাজার ৫৮৮ জন পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ছাত্রী ৫ হাজার ২৮৬ এবং ছাত্র ৬ হাজার ৩০২। ফাজিলে ৪ হাজার ৭১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২ হাজার ৬৩১ জন এবং ছাত্রী ২ হাজার ৮২ জন। সবমিলিয়ে মোট ৬০ হাজার ৩৭৪ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে ছাত্র ২৪ হাজার ৩৫৩ এবং ছাত্রী ৩৬ হাজার ২১ জন। এবার হাইমাদ্রাসা পাশের হার ৯০.৩২ শতাংশ। আলিমে ৯২.৮১ শতাংশ এবং ফাজিলে ৯৩.১৫ শতাংশ পড়ুয়া পাশ করেছে।