কলকাতা : মুখ্যমন্ত্রী নির্দেশের পরই নেওয়া হল তড়িঘড়ি পদক্ষেপ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল কলকাতার সমস্ত রুফটপ রেস্তোরাঁ। শুক্রবার থেকেই সব রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছে। কলকাতা পুরনিগম।(Kolkata Municipal Corporation)বড়বাজারের অগ্নিকাণ্ডের পর ভবিষ্যতে যাতে এধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই কলকাতা পুলিশ, দমকল বিভাগ এবং পুরনিগমকে আলোচনা করার নির্দেশ দেন তিনি। সে মতো শুক্রবার বৈঠকে বসে পুলিশ, দমকল ও পুরনিগম।
Read More: পকসো আইন মেনে শিশুদের শারীরিক পরীক্ষায় কড়া পদক্ষেপ স্বাস্থ্যভবনের, জারি নির্দেশিকা
এদিন আলোচনার পর মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দেন, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। মেয়র জানান, সিঁড়ির মতো ছাদও কারও একার নয়। ফলত তা বিক্রি করা যাবে না। এদিনের বৈঠকের পরই এনিয়ে নির্দেশিকা জারি করে পুরনিগম।(Kolkata Municipal Corporation)মেয়র বলেন, “পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে অনুরোধ করেছি, যাতে তিনি সমস্ত রুফটপ রেস্তোরাঁর নামের তালিকা আমাদের কাছে দেন। আমরা সেই রেস্তোরাঁগুলিকে নোটিশ পাঠিয়ে দেব।”

পাশাপাশি তিনি জানিয়েছেন, বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে বড়বাজারের মেছুয়ার ফলপট্টির একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়। দিঘা থেকে ফিরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনাস্থলে গিয়ে হোটেলে দাহ্য পদার্থ মজুত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য যাবতীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। এরপরই শুক্রবার রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হল পুরনিগমের তরফে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1918601595639804361?s=19