নয়াদিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে নড়ে বসেছে সারা দেশ। এর মধ্যেই আজ, বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের ডাক কেন্দ্রের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সভাপতিত্বে হবে এই বৈঠক। থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যান্য রাজনৈতিক দলও হাজির থাকবেন এই বৈঠকে। আগামীতে কী পদক্ষেপ হবে তা নিয়েই হবে বৈঠক। তবে পহেলগাঁও-এর মতো মর্মান্তিক ইস্যু নিয়ে বৈঠকেও গরহাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার সন্ধ্যে ৬টায় এই সর্বদলীয় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোটা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলিকে অবহিত করবেন। আগামী দিনে এই হামলার প্রত্যাঘাতে কী কী পদক্ষেপ করা হতে পারে, ভারত সরকার এ পর্যন্ত কী কী পদক্ষেপ করেছে, সবটাই ওই বৈঠকে তুলে ধরা হবে। বক্তব্য রাখতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শংকরও। এই বৈঠকে সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্র।
জানা গিয়েছে, এই সর্বদলীয় বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত থাকবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আরজেডির মনোজ ঝাঁ, ডিএমকের ত্রিরুচি শিবা, শিব সেনার শ্রীকান্ত শিণ্ডে। কংগ্রেসের তরফে খোদ দলের সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে উপস্থিত থাকতে পারেন। তবে বিহারের নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রীর সফর নিয়ে ব্যস্ত থাকায় এনডিএর জোটসঙ্গী জেডিইউ এই বৈঠকে কোনও প্রতিনিধি পাঠাবে না।
তবে, পহেলগাঁও-এর জঙ্গি হামলা নিয়ে যেখানে চিন্তায় পড়ছে সারা দেশ। সেখানে এহেন জরুরি বিষয় নিয়ে বৈঠকে গরহাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন বিহার নির্বাচন নিয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী। বিহারের মধুবনীতে সরকারি কর্মসূচি রয়েছে তাঁর। পহেলগাঁওয়ের মতো স্পর্শকাতর বিষয়ে বৈঠক। তাতে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকা উচিত ছিল বলেও মনে করছেন কংগ্রেসের প্রচার বিভাগের প্রধান জয়রাম রমেশ। এ নিয়ে তীব্র সমালোচনা করছে বিরোধীরা সহ রাজনৈতিক মহল।