মেদিনীপুর: চাকরিহারাদের নিয়ে বারবার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। পাশে থাকার কথা পূর্বেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফের মেদিনীপুরের সভা থেকে ‘যোগ্য’ চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে স্পষ্ট জানালে মুখ্যমন্ত্রী “আপনারা স্কুলে যান। বাকি দায়িত্ব রাজ্য সরকারের।”
মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বললেন, “কেন বসে আছেন গরমে? নিশ্চিন্তে আপনারা স্কুলে যান। মাইনে নিয়ে ভাবতে হবে না। সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি বাতিল করেছিল, বেতন বন্ধ করেছিল। আমরা তো আদালতে গিয়েছি। আপনারা বেতন পাবেন। এত উত্তজেনার কোনও দরকার নেই। আর গ্রুপ সি-ডি যাদের বাতিল হয়েছে, তাঁরাও চিন্তা করবেন না। আইনজীবীদের পরামর্শ নিতে দিন। নির্দেশ মেনেই আপনার জন্য যা করনীয় তা সরকার করবে।”
তিনি আরও বলেন, “আপনার লিস্টের কী দরকার। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, আমি আছি। আপনার তো লিস্টের দরকার নেই। আপনার নিজের চাকরি আছে কি না, সেটা দেখা দরকার। আমি তো বলছি আপনারা স্কুলে যান। বেতন পাবেন।” কলকাতায় থাকলে এক মিনিটে সমাধান করতেন বলেও তিনি জানান এদিনের সভা থেকে।
শুধু তাই নয়, চাকরিহারাদের আশ্বাস দিয়ে বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে নাম না নিয়ে নিশানা করেন মমতা। তিনি বলেন, “বাংলায় কয়েকটা লোক আছে। ওরা ভোট চায় না। ওরা হাইকোর্টে যায় আর PIL করে। আমরা চাকরি দিই, ওরা খায়।”
উল্লেখ্য, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে সোমবার রাত থেকে এসএসসি ভবনের বাইরে ধরনায় চাকরিহারারা। ভিতরে আটকে পড়েছেন এসএসসি চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার-সহ ১৬ জন। আন্দোলনকারীদের দাবি, তালিকা প্রকাশ করতেই হবে। অন্যথায় ধরনা চলবে। এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে ফের চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।