কলকাতা: দলের অন্দরের দ্বন্দ্ব বারবার শিরোনামে এসেছে গেরুয়া শিবিরের। বঙ্গ বিজেপিতে ভাঙনের জল্পনা ক্রমশ বেড়েই চলেছে। এর মাঝেই এবার বিজেপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নালিশ দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি ‘দখল’ করার অভিযোগ জমা পড়ল দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডাকে মেল করে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। বীরভূম জেলার রামপুরহাটের জনৈক অজয় মুখোপাধ্যায় এই মেল করেছেন জেপি নাড্ডাকে। এই মেলে দাগ নম্বর, খতিয়ান নম্বর ধরে কিছু সম্পত্তির বর্ণনাও দেওয়া হয়েছে।
অভিযোগ করা হয়েছে, বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি দখল করেছেন তিনি। এমনকী ভুয়ো বুথের তালিকা দিয়ে দলীয় তহবিলের টাকা নয়ছয় করার অভিযোগও তোলা হয়েছে। এ ছাড়া, তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলা এবং দলের গুরুত্বপূর্ণ তথ্য শাসকদলকে সরবরাহ করার মতোও অভিযোগ করা হয়েছে জগন্নাথের বিরুদ্ধে।
পুরো বিষয়টিকেই ‘মিথ্যা এবং কাল্পনিক’ বলে পাল্টা দাবি করেছেন জগন্নাথ। তবে এ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে শাসক তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “অভিযোগ যখন উঠেছে, তখন তদন্ত হওয়া প্রয়োজন। দলীয় স্তরে তদন্ত হওয়ার তো কোনও বিষয় নেই। স্পষ্ট বেনামে সম্পত্তি তৈরির অভিযোগ রয়েছে। ইডি, সিবিআইয়ের উচিত তদন্ত করা। প্রয়োজনে আমি গিয়ে তথ্য দিয়ে আসব!”