ডায়মন্ড হারবার : রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’। কিছুদিন আগেই শেষ হয়েছে এই স্বাস্থ্যশিবির। তবে অভিষেকের উদ্যোগে এখনও সেবাশ্রয়ের মাধ্যমেই বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন ডায়মন্ড হারবারের মানুষ। সোমবার রেনুকা আই ইন্সটিটিউটে বিনামূল্যে ছানি অপারেশন হয় ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকার ৯ জন বয়স্ক বাসিন্দার।
নিজেই এই খবর জানিয়েছেন সাংসদ অভিষেক। সমাজমাধ্যমে লিখেছেন, “গত ২ জানুয়ারি, ২০২৫-এ ডায়মন্ড হারবারে যখন সেবাশ্রয় শিবির শুরু হয়, তখন দেউলিয়া বিরোধীরা এটাকে সাময়িক রাজনৈতিক স্টান্ট হিসেবে দাবি করেছিল। তাঁদের একটাই কথা বলব, শব্দের চেয়ে কাজ অনেক বেশি উচ্চকিত।”
এখানেই থেমে থাকেননি তিনি। “এটা যদি সত্যিই কোনও কৌশল হত, আমরা শিবির শেষ হয়ে যাওয়ার পরও মানুষের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ করতে পারতাম না। অভিষেক আরও লিখেছেন, ডায়মন্ড হারবারে আমরা যেকোনও পরিস্থিতিতে প্রত্যেক মানুষের পাশে থাকায় বিশ্বাস করি। মানুষের সেবায় আমরা সংকল্পবদ্ধ”, বক্তব্য অভিষেকের।