শালবনি : বাংলার শিল্প-মানচিত্রে যোগ হল আরও একটি নতুন অধ্যায়। সোমবার শালবনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সজ্জন জিন্দলের হাত ধরেই জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের শিলান্যাস হল। এর মাধ্যমে মোট ১৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ উৎপাদন রাজ্যের বিদ্যুৎ সংকট পুরোপুরি মিটিয়ে ফেলতে সক্ষম হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তৈরি হবে বিপুল কর্মসংস্থানের সুযোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। জানালেন, “যে কোনও শিল্পই সেখানকার আশেপাশের পরিবেশ বদলে দেয়। আগামী ৫ বছরে অনেক কর্মসংস্থান হবে পশ্চিম মেদিনীপুরের। ডানদিকে খেলার মাঠ, থাকার জায়গা। এখানে শুধু বিদ্যুৎ উৎপাদন হবে না, শালবনির তাপবিদ্যুৎকেন্দ্রে গোটা রাজ্যেরই সার্বিক উন্নয়ন হবে।”
এদিন মঞ্চ থেকে জিন্দলদের এই তাপবিদ্যুৎ প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন ‘মহারাজ’। বলেন, ‘‘যেখানে জিন্দালরা আসেন, তাঁরা শুধু ফ্যাক্টরি তৈরি করেন না, তাঁরা সেই জায়গার আর্থ – সামাজিক উন্নয়ন ঘটান।’’ মেদিনীপুরের শহরের ভবিষ্যত নিয়েও খুবই আশাবাদী সৌরভ। তাঁর কথায়, ‘‘আমি মনে করি তার বিনিয়োগ শুধু মেদিনীপুর এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গোটা বাংলায় তার বিনিয়োগ থাকবে,সেটা আপনারা আগামী দিনে দেখবেন। মেদিনীপুরের মানুষের চাকরি হবে। আপনাদের তরফ থেকে আর কোনও অভিযোগ থাকবে না।’’
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) মঞ্চে তাপবিদ্যুৎ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন জিন্দল। আর এবার তা বাস্তবের মুখ দেখতে চলেছে। ১৬০০ মেগাওয়াটের এই দুই বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন রাজ্যের ২৩টি জেলার বাসিন্দারা।