কলকাতা : শহরের বুকে ফের ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। শুক্রবার দুপুর বারোটা চল্লিশ নাগাদ পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসনের গ্রাউন্ড ফ্লোরে একটি মিষ্টির দোকানের কিচেনে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। চলছে আগুন নেভানোর চেষ্টা।
ব্যস্ত অফিসপাড়া হিসেবেই পরিচিত পার্ক স্ট্রিট এলাকার। সেখানকার কুইন্স ম্যানসন বিল্ডিংয়েও একাধিক অফিস রয়েছে। তারই একতলার মিষ্টির দোকানে এদিন বেলায় ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শেক্সপিয়ার থানার পুলিশ। দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
এরপর আশেপাশের অফিসের কর্মীরা রাস্তায় নেমে আসেন। কুইন্স ম্যানসনের বেশিরভাগ অংশই খালি করে দেওয়া হয়। ঘিরে দেওয়া হয় ওই এলাকা। সাধারণ বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এসি থেকে আগুন লাগল? নাকি শর্ট সার্কিট? উঠছে প্রশ্ন। সব কিছু খতিয়ে দেখছেন পুলিশ ও দমকলকর্মীরা।