নয়াদিল্লি : বছরের পর বছর, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ কাজের বেলায় অষ্টরম্ভা! এবার ফের ফুটে উঠল সেই ছবি। ১০ হাজার কোটি টাকা বরাদ্দ হওয়ার পর বাস্তবায়নের মুখ দেখল না ‘এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ’ প্রকল্প।
বিগত ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে মোদী ঘোষণা করেছিলেন, বেসরকারি সংস্থায় প্রথমবার চাকরি পেলে উৎসাহ-ভাতা দেবে তাঁর সরকার। সেইমতো গত ২০২৪-২৫ আর্থিক বাজেটে ওই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল ১০ হাজার কোটি টাকা। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে ঘোষণা করেছিলেন, শুধু কর্মীদেরই নয়, নিয়োগকর্তাদেরও সাহায্য করা হবে। কিন্তু সেই প্রকল্প কার্যকর হয়নি। পড়ে রয়েছে বরাদ্দ টাকা।
ইতিমধ্যেই এ নিয়ে নিন্দার ঝড় উঠেছে বিরোধী মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ক্ষমতায় আসার আগে ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে দু’ কোটি কর্মসংস্থান। সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাও বাস্তবায়িত হয়নি। এবার সংসদে দাঁড়িয়ে ঘোষণা করা প্রকল্পও রূপায়ণ করতে পারল না কেন্দ্র।
নিজের ‘এক্স’ হ্যান্ডেলে রাহুল গান্ধী সরাসরি প্রশ্নবাণ ছুঁড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে। তাঁর প্রশ্ন, ২০২৪ সালে ভোটের পর ঢাক পিটিয়ে ঘোষণা করা হয়েছিল এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ। সেখানে বেকার যুবকদের চাকরি দেওয়া হবে বলে জানানো হয়েছিল। সেজন্য উৎসব ভাতা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের। সাহায্য করবে নিয়োগকর্তাদেরও। কিন্তু কোথায় কী? রাহুলের সাফ কথা, শুধুমাত্র কর্পোরেট সেক্টরে কাজের সুযোগ তৈরি করলেই হবে না। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও জোর দিতে হবে। নাগাড়ে প্রতিশ্রুতি দিলেও তা পূরণে পুরোপুরি ব্যর্থ মোদী সরকার।