কলকাতা : তীব্র দাবদাহের প্রকোপ থেকে অবশেষে মিলেছে স্বস্তি। বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজেছে বাংলার একাধিক জেলা। একধাক্কায় বেশ কিছুটা নিম্নমুখী হয়েছে তাপমাত্রার পারদ। আবহাওয়াবিদদের মতে, শুক্রবারও দক্ষিণবঙ্গের ৭ জেলায় হতে পারে ঝড়বৃষ্টি।(Thunderstorms )উত্তরের জেলাগুলিতেও বর্ষণের সম্ভাবনা রয়েছে।
Read More: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা, গভীর শোকপ্রকাশ মমতার
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। মধ্য বঙ্গোপসাগর এলাকায় ক্রমেই এর শক্তিক্ষয় হবে। শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টি(Thunderstorms )হতে পারে। ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামেও।

পাশাপাশি, রবিবার কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০-৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। আগামী সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯০ শতাংশ। শুধু বাংলাই নয়, ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভিজতে পারে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, বিহার, সিকিম, তামিলনাড়ু ও কেরলে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1910629494458548410?s=19