কলকাতা : শুক্রবার বিকেলে চাকরিহারা শিক্ষকদের নিয়ে বিকাশ ভবনে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।(Bratya Basu)বৈঠকে থাকবেন এসএসসির চেয়ারম্যান ও আধিকারিকরা এবং শিক্ষাসচিব-সহ শিক্ষা দফতরের আধিকারিকরা।
Read More: ১২৮ বছর পর অলিম্পিক্সে ক্রিকেটের প্রত্যাবর্তন – ক’টি দল সুযোগ পাবে, জানাল আয়োজক কমিটি
শিক্ষামন্ত্রীর(Bratya Basu)কথায়, “আইনি পথেই খুলবে চাকরি সংক্রান্ত জট। যোগ্যরা সকলে চাকরি ফিরে পাবে। কারও চাকরি যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের উপর ভরসা রাখুন।” বৃহস্পতিবার একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে ব্রাত্য বসু বলেন, শুক্রবার চাকরিহারাদের সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে এসএসসি এবং শিক্ষা দফতরের কর্তারাও থাকবেন।

পাশাপাশি তিনি জানান, “চাকরি তো এই সরকারই দিয়েছিল। সেই চাকরি চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোরে চাকরিহারাদের ডেকে মানসিক, প্রশাসনিক ও আইনিভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর দেওয়া চাকরি যাতে চলে যায় তার জন্য কিছু লোক উঠেপড়ে লেগেছিল। তারাই আজকে কুমিরের কান্না কাঁদছে।” চাকরিহারাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর বক্তব্য, “আইনের উপর ভরসা রাখুন। রাজ্য সরকারের উপর ভরসা রাখুন। আমরা সবাই আপনাদের পাশেই আছি।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1910378228021420334?s=19
প্রসঙ্গত, চাকরিহারাদের তাদের আবেগকে কাজে লাগিয়ে ২০২৬-এর নির্বাচনের আগে লাভের রুটি সেঁকতে মরিয়া হয়ে উঠেছে চাইছে বিজেপি ও সিপিএম। এই ষড়যন্ত্রের বিরুদ্ধেই গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস। বুধবার কসবা-মধ্যমগ্রাম-সহ কিছু জায়গায় ডিআই অফিসে যে হামলা ও পুলিশকে আক্রমণের ঘটনার পিছনে যে বিরোধীদের সুচারু ও স্পষ্ট পরিকল্পনা রয়েছে, তা এককথায় স্পষ্ট।