প্রতিবেদন : এবছরের আইপিএল মরসুমটা একেবারেই ভালভাবে শুরু হয়নি গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের।(Kolkata knight Riders)প্রথম পাঁচ ম্যাচের তিনটিতেই হার হজম করতে হয়েছে তাদের। মঙ্গলবার ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তীরে এসে ডুবেছে তরী। হারের পর ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন দলের অন্যতম কর্ণধার শাহরুখ খান। দিলেন আবেগঘন বার্তা।
Read More: গুজরাটের বিরুদ্ধে পর্যুদস্ত রাজস্থান, হারের পাশাপাশি জরিমানা গুনতে হল পুরো দলকেই
‘বলিউড বাদশা’র বার্তা ক্রিকেটারদের পড়ে শুনিয়েছেন কেকেআর (Kolkata Knight Riders)সিইও বেঙ্কি মাইসোর। শাহরুখ বলেছেন, ‘‘এই হারটা দুঃখজনক। কারণ আমরা খুব কাছাকাছি পৌঁছোতে পেরেছিলাম। তবে অনেক ইতিবাচক দিক রয়েছে। আমরা লড়াই করতে পারি এবং বড় রান তুলতে পারি। অনেক সময় আমাদের সেরাটাও জয়ের জন্য যথেষ্ট হয় না। আমার মনে হয় এই দিনটা তেমনই একটা। আমরা মাত্র একটা শট দূরে থেমেছি। একটা বল দূরে থেমেছি। এই হারকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে আমাদের। অভিজ্ঞতা থেকে বলছি, বিপদে পড়লে দলের সংহতি বাড়ে।’’
Link: https://x.com/ekhonkhobor18/status/1910280049271463972?s=19
পাশাপাশি, হার থেকে রাহানেদের শিক্ষা নেওয়ার বার্তাও দিয়েছেন ‘কিং’ খান। সমাজমাধ্যমে শাহরুখের এই বার্তা পোস্ট করেছে কেকেআর কর্তৃপক্ষ। যার ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘আমাদের মাথা উঁচু রাখতে হবে এবং পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।’’ আইপিএলে কেকেআরের পরের ম্যাচ আগামী ১১ এপ্রিল। সেদিন চিপকে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে তারা।