প্রতিবেদন : শোচনীয় হার। তার পাশাপাশি জরিমানার কোপ। বুধবারের রাতটা একেবারেই ভাল গেল না রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের।(Sanju Samson))গুজরাট টাইটান্সের কাছে ৫৮ রানে হারল রয়্যালস। পাশাপাশি স্লো ওভার রেটের জন্য সঞ্জুকে মোটা অঙ্কের জরিমানা করল বিসিসিআই। হার্দিক পাণ্ডিয়া, রিয়ান পরাগ, ঋষভ পন্থ, রজত পাটিদারের পর পঞ্চম অধিনায়ক হিসাবে স্লো ওভার রেটের জন্য জরিমানা হল সঞ্জুর।
Read More: তীব্র দাবদাহে কম্বল বিতরণ, বিজেপি মন্ত্রীর কাণ্ডে বিতর্ক তুঙ্গে বিহারে
বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সঞ্জুকে (Sanju Samson)২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে রিয়ান পরাগ অধিনায়ক থাকাকালীনও মন্থর বোলিং করে শাস্তি পেয়েছিল রাজস্থান। পাঁচ ম্যাচে এটা দ্বিতীয় অপরাধ হওয়ায় অধিনায়ক স্যামসনের পাশাপাশি দলের প্রত্যেক সদস্যকেই শাস্তি পেতে হয়েছে। রাজস্থান রয়্যালস দলের প্রত্যেক সদস্যকে হয় ৬ লক্ষ টাকা, নতুবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা হিসাবে দিতে হবে। তবে রাজস্থানকে স্বস্তির দিচ্ছে আইপিএলের পরিবর্তিত নিয়ম। তা থাকলে দু’ম্যাচে ওভাররেটের নিয়ম ভাঙার শাস্তি হিসাবে নির্বাসনের মুখে পড়তে হত অধিনায়ককে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1910277964932993396?s=19
বুধবার আহমেদাবাদে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২১৭ করে গুজরাট। জবাবে রাজস্থান ১৯.২ ওভারে ১৫৯ রানে অল আউট হয়ে যায়। ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলে গুজরাতের জয়ের ভিত গড়ে দেন সুদর্শন। জস বাটলার (৩৬) ও শাহরুখ খান (৩৬) ভালো শুরু করলেও বড় রান করতে পারেননি। তবে শেষদিকে রাহুল তেওয়াটিয়া (১২ বলে ২৪*), রশিদ খান (৪ বলে ১২*) গুজরাটকে দু’শোর গণ্ডি পার করে দেন। জবাবে রাজস্থানের হয়ে অধিনায়ক সঞ্জু স্যামসন ২৮ বলে ৪১ করেন। সিমরন হেটমেয়ার ৩২ বলে ৫২ রান করলেও তা কার্যত বিফলে যায়। গুজরাটের প্রসিদ্ধ কৃষ্ণ ২৪ রানে ৩ উইকেট নেন। দু’টি করে উইকেট নিয়েছেন রশিদ খান ও সাই কিশোর। হারের ফলে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে নেমে এল রাজস্থান।