পাটনা: তীব্র দাবদাহে পুড়ছে এই রাজ্য। এপ্রিলের গরমে নাজেহাল অবস্থা বিহারের(Bihar )মানুষের। ৪০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে বিহারের বেগুসরাই। এহেন পরিস্থিতিতে বিহারের বিজেপি মন্ত্রীর কাণ্ডে বিস্মিত সকলেই। এই তীব্র দাবদাহেই কম্বল বিতরণ করবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী সুরেন্দ্র মেহতা। গ্রীষ্মের দাবদাহে কম্বল বিতরণের মতো বিড়ম্বনা! এ নিয়ে হাসির রোল পড়েছে নানান মহলে। বিতর্ককেও উসকানি দিয়েছে এই ঘটনা।
Read More: ট্রেন চালানোর সময় শৌচালয় ব্যবহারে নিষেধাজ্ঞা! লোকো পাইলটদের উপর ‘অমানবিক’ বিধিনিষেধ রেলের
৬ এপ্রিল বিজেপির ৪৫তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান উপলক্ষে কম্বল বিলি করেন বিজেপি মন্ত্রী। (Bihar)কাঠফাটা রোদে কম্বল বিতরণ শুনেও আহিয়াপুর গ্রামে জড়ো হন প্রায় ৭০০ জন। কিন্তু দুর্গতদের হাতে গরম কম্বল তুলে দেওয়ার সময় বাছওয়ারার বিজেপি বিধায়ক তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী সুরেন্দ্র মেহতার হাসিমুখের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। তীব্র কটাক্ষ করেছে বিরোধী দলও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1910275966859108474?s=19
বিরোধী শিবির কটাক্ষ করে বলছে, সমাজসেবা যদি করতেই হয়, তাহলে কম্বল তো শীতকালেও দান করা যেত। হঠাৎ এই ভরা গরমে কম্বল দেওয়ার অর্থ শুধুমাত্র প্রচার পাওয়া ছাড়া আর কিছুই নয়। এমনকী সোশ্যাল মিডিয়াতেও হাসির রোল পড়েছে। তীব্র তাপে মানুষের অবস্থা খারাপ সেই সময়ে কম্বল বিলি এক অদ্ভুত ঘটনা এবং নির্বুদ্ধিতা বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।