প্রতিবেদন : আইপিএল অভিষেকে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২৩ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে নজর কেড়েছিলেন তিনি। আর মঙ্গলবার মুল্লানপুরে চেন্নাই সুপার কিংসের বোলিংকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন পাঞ্জাব কিংসের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য।(Priyanshu Arya)মাত্র ৩৯ বলেই এল শতরান! অন্য প্রান্তে একের পর এক উইকেট পড়লেও রানের গতি থামাননি তিনি। আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে দ্রুততম এবং আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির নজির গড়লেন প্রিয়াংশ। শেষ পর্যন্ত ৪২ বলে ১০৩ রান করে আউট হন। ৭টা বাউন্ডারি এবং ৯টা ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। শেষ অবধি ম্যাচটি ১৮ রানে জেতে পাঞ্জাব।
Read More: ইডেনের পিচ নিয়ে ফের অখুশি নাইট-নেতা রাহানে, সুজনের পাশেই দাঁড়ালেন সিএবি সভাপতি
রাজস্থানের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন প্রিয়াংশ।(Priyanshu Arya)খানিক মুষড়েও পড়েছিলেন। তারপর বিধ্বংসী সেঞ্চুরি দিয়েই করলেন ‘কামব্যাক’। যার নেপথ্যে রয়েছে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারের ‘পেপটক’। শ্রেয়স বলছেন, “আমি ওর সঙ্গে আলাদা করে কথা বলি। জোফ্রা আর্চারের বলে আউট হয়ে মন খারাপ করে বসেছিল। আমি চাই সবাই নিজের স্বাভাবিক খেলাটাই খেলুক। সবার থেকে সেই মানসিকতাটা চাই। আজ ও ভয়ডরহীন ভাবে সেই কাজটা করেছে। এটা আমার দেখা আইপিএলের অন্যতম সেরা ইনিংস।”

দিল্লি প্রিমিয়ার লিগে এক ওভারে ছয়টি ছক্কা মেরে প্রথম আলোচনায় এসেছিলেন প্রিয়াংশ। পুরো টুর্নামেন্টে সাউথ দিল্লি সুপারস্টারসের হয়ে ৬০৮ রান করেছিলেন তিনি। গত বছর আইপিএলের মহা নিলামে তাঁকে ৩.৮ কোটি টাকায় কিনেছিল পাঞ্জাব কিংস। মঙ্গলবারের অনবদ্য সেঞ্চুরির পরও বিনয়ী প্রিয়াংশ। ম্যাচের সেরা হিসেবে বেছে নেওয়া হয় তাঁকেই। “অবিশ্বাস্য অনুভূতি। দলের জন্য অবদান রাখতে পেরে খুব খুশি। শ্রেয়স ভাই বলেছিল, হাত খুলে খেলতে। আমি সেটাই করেছি”, জানিয়েছেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1909936588504641926?s=19