প্রতিবেদন : ফের প্যারোলে মুক্তি মিলল ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংহের। ২১ দিনের জন্য তাকে জেলের বাইরে রাখার অনুমতি দিল হরিয়ানা সরকার।(Hariyana Govt)চলতি বছরের জানুয়ারি মাসেই ৩০ দিনের জন্য রাম রহিম প্যারোলে মুক্তি পেয়েছিলেন। পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত মোট ৩২৬ দিন জেলের বাইরে ছিলেন রাম রহিম।
Read More: মহাবীর জয়ন্তীতে কলকাতা মেট্রো পরিষেবায় বদল, জেনে নিন বিস্তারিত
বিগত ২০০২ সালে রাম রহিমের ডেরার রাজ্য কমিটির সদস্য রণজিৎ সিংহের খুনের মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলেও গত মে মাসে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট মুক্তি দিয়েছে রাম রহিমকে। (Hariyana Govt)আশ্রমের ভিতরে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে নিম্ন আদালতে রায়ে ২০ বছরের সাজা খাটছেন এই ‘নামজাদা’ ডেরাপ্রধান।

এই ধর্ষণের ঘটনার কথা প্রকাশ্যে আনার জন্য খুন হতে হয় এক সাংবাদিককে। সেই খুনের ঘটনায় আরও তিনজনের সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন রাম রহিম। তার বর্তমান ঠিকানা হরিয়ানার রোহতকের সুনিয়া জেল। বুধবার সেই জেল থেকে বেরিয়ে তিনি সিরসায় তাঁর ডেরার সদর দফতরে যান।
Link: https://x.com/ekhonkhobor18/status/1909932650686566891?s=19
উল্লেখ্য, জেলে যাওয়ার পর থেকে লাগাতার প্যারোলে মুক্তি পেয়েছেন রাম রহিম। কার্যত রাজার হালে রয়েছেন তিনি। যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিরোধী শিবিরের তরফে অভিযোগ তোলা হচ্ছে, রাম রহিমের বিরাট ভক্তকুলের কথা ভেবে রাজনৈতিক ফায়দা তুলতেই বারবার জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে তাকে।