কলকাতা : এবার ওয়াকফ আইন(Waqf Act)নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মহাবীর জয়ন্তীর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান থেকে নয়া ওয়াকফ আইন নিয়ে সরব হলেন তিনি। “আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। অন্যের সম্পত্তি নেওয়ার অধিকার আমারও নেই”, জানালেন তিনি।
Read More: গুলি করলেও ‘একতার পথ থেকে সরব না’, বিজেপির ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে বার্তা মমতার
অতিসম্প্রতিই সংসদে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। রাষ্ট্রপতির অনুমোদনে তা এখন আইন। যা লাগু হচ্ছে আজ থেকেই।(Waqf Act)কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যের অভিযোগে এই বিতর্কিত আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা। দেশের নানান প্রান্তের মুসলিমরা প্রতিবাদে সুর চড়িয়েছেন। একই পরিস্থিতি দেখা গিয়েছে বাংলাতেও। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের জঙ্গিপুর।

এমতাবস্থায় বুধবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে ওয়াকফ আইন নিয়ে কেন্দ্রকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। অন্যের সম্পত্তি নেওয়ার অধিকার আমারও নেই।” মমতার কথায়, “সবাইকে বাঁচতে দাও।” এদিনও মুসলিমদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। “দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত”, আশ্বাসবার্তা মমতার।
Link: https://x.com/ekhonkhobor18/status/1909919054204121363?s=19