কলকাতা: ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে অশান্তি সৃষ্টির চেষ্টা চালায় বিজেপি। ধর্মের নাম নিয়ে সাম্প্রদায়িকতার রাজনীতির চক্রান্ত গেরুয়া শিবিরের। এহেন অভিযোগ বারবার উঠে এসেছে বিজেপির বিরুদ্ধে। এবার এই রণনীতির বিরুদ্ধে একতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee)
Read More: ‘কুৎসা রুখুন’, দলের নেতা-কর্মীদের সমাজমাধ্যমে সক্রিয় হওয়ার নির্দেশ মমতার
মহাবীর জয়ন্তীর আগে একটি অনুষ্ঠানে এসে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জৈনদের আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। সেখানেই “গুলি করে মারলেও একতার পথ থেকে সরব না”, বলে স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি একতা দেশের শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে, বিভাজনে দেশ দুর্বল হয়ে পড়বে, বলেও জানিয়ে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন মমতা।

বুধবারের এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে বলেন, “ঐক্য থাকলে দেশ এগিয়ে যাবে। অর্থনীতি শক্তিশালী হবে। উন্নতির পথে এগিয়ে যাব আমরা। বিভাজন করলে দেশ দুর্বল হবে।” পাশাপাশি জানিয়েছেন, বাংলাতে সব ধর্মের উৎসব পালন করা হয়। দুর্গাপুজো থেকে ইদ, মহাবীর জয়ন্তী, বড়দিন বাদ যায় না কিছুই। বাংলার মানুষও প্রতিটি উৎসবে নিজেদের যুক্ত করে। এই মর্মে তিনি সর্বধর্ম সমন্বয়ের সুর চড়া করে বলেন, “আমাকে গুলি করে মারলেও ঐক্যের পথ থেকে সরব না।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1909916824356945921?s=19
বিরোধীদের মুখে বারবার অভিযোগ শোনা গিয়েছে, বাংলাতে পুজো করতে দেওয়া হয় না। এবার সেই প্রসঙ্গ টেনেও এই মঞ্চ থেকে বিজেপিকে একহাত নিলেন মমতা। তিনি বলেন, “কেউ কেউ বলেন হিন্দু ধর্মকে সুরক্ষা দেওয়া হয় না। কে দেয় তাহলে সুরক্ষা। কোন অনুষ্ঠান করতে দিই না আমরা। সব সম্প্রদায়ের কাছে প্রশ্ন, বলুন কাকে অনুষ্ঠান করতে দেওয়া হয়নি। সব অনুষ্ঠান হয়। সংখ্যালঘুরা সব ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেয়। এটাই বাংলা। এইজন্য আমি গর্বিত।”