কলকাতা: চাকরিহারাদের মর্মান্তিক অবস্থা! চাকরি খোয়া গিয়েছে যোগ্য শিক্ষকদেরও। পাশে থাকার বার্তা দিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এহেন পরিস্থিতির নেপথ্যে রাম-বামের গভীর চক্রান্ত! তারই প্রতিবাদে বুধবার পথে নামছে তৃণমূল।(Trinamool )এই কর্মসূচিতে থাকছে তৃণমূলের ছাত্র-যুবরা।
Read More: রামনবমীর মিছিলে ইজরায়েলের পতাকা! অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূল বিধায়কের
এদিন দুপুর ২টোয় জমায়েত শুরু হবে কলকাতার কলেজ স্কোয়ারে। বিকেল ৩টেয় মিছিল শুরু হয়ে শেষ হবে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে। মিছিল শেষে বাংলার বেকারদের বিরুদ্ধে রাম-বামের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভায় বক্তব্য রাখবেন ছাত্র-যুব নেতৃত্ব।(Trinamool )এই কর্মসূচিতে থাকবেন কলকাতা ছাড়াও হাওড়া, দুই ২৪ পরগনা ও হুগলির একাংশের ছাত্র-যুবরা।

রাজ্য তৃণমূল সভাপতি সুব্রত বক্সির নির্দেশে ছাত্র-যুবদের এই প্রতিবাদ মিছিল নিয়ে মঙ্গলবার তৃণমূলভবনে প্রস্তুতি বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বৈঠকে ছিলেন তৃণমূল যুব সভানেত্রী সাংসদ সায়নী ঘোষ, ছাত্র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এই বৈঠকে ডাকা হয়েছিল উত্তর ও দক্ষিণ কলকাতার দুই যুব তৃণমূল সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায় ও শান্তিরঞ্জন কুণ্ডু ছাড়াও রাজ্য কমিটির বেশ কয়েকজন নেতাকে। মিছিলের শুরু ও শেষে, দু’টি বড় মঞ্চ যেমন করা হচ্ছে তেমনই কী কী স্লোগান হবে তাও এদিন ঠিক করে দিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
Link: https://x.com/ekhonkhobor18/status/1909653931669762450?s=19
পাশাপাশি বুধবারের এই কর্মসূচির পরে ১১ এপ্রিল, শুক্রবার একই ইস্যুতে রাজ্যের সমস্ত জেলা, পুরসভা, ব্লক, টাউন ও ওয়ার্ডে ওয়ার্ডে মিছিলের নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে, জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে ছাত্র-যুবদের রাম-বামের চক্রান্তের বিরুদ্ধে ধিক্কার মিছিল করতে নির্দেশ দিয়েছে তৃণমূল। চাকরি বাতিল ও বাংলায় নিয়োগ বন্ধের নেপথ্যে বাম-বিজেপির গভীর চক্রান্তের বিরুদ্ধে তৃণমূলের ছাত্র-যুবদের মুখে এবার শোনা যাবে স্লোগান।