প্রতিবেদন : চলতি আইপিএলে চমৎকার ছন্দে রয়েছেন মহম্মদ সিরাজ। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৭ রান দিয়ে তুলে নিয়েছেন চার-চারটে উইকেট। তাঁর দাপুটে বোলিংয়ে ভর করেই জয়ের পথ মসৃণ হয়েছে গুজরাট টাইটান্সের। ম্যাচের সেরা হয়েছেন সিরাজ। তবে দলকে জিতিয়েও তাঁর গলায় শোনা গেল অভিমানের সুর। জাতীয় দলের নিয়মিত সদস্য হয়েও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছিল সিরাজকে। যা একেবারেই মেনে নিতে পারেননি তিনি।
রবিবার হায়দরাবাদে নিজের ঘরের মাঠে খেলতে নেমেছিলেন সিরাজ। তাই ম্যাচ দেখতে হাজির ছিল তারকা পেসারের পুরো পরিবার। তাঁদের সামনে দুরন্ত পারফর্ম করতে পেরে খুশি ভারতের তারকা পেসার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার বিষয়টি এখনও ভুলতে পারেননি। ম্যাচের পর পুরস্কার প্রদান মঞ্চে এসে তিনি বলেন, “একটা সময়ে আমি হজমই করতে পারতাম না যে জাতীয় দল থেকে বাদ পড়েছি। তবে মনের জোর হারাইনি। নিজের ফিটনেস, বোলিং-সবকিছু নিয়েই অনেক খেটেছি। যা ভুল হচ্ছিল, সেগুলো ঠিক করেছি। তবে এখন নিজের বোলিং দারুণ উপভোগ করছি। আসলে পেশাদার ক্রিকেটার হিসাবে টানা অনেকটা সময় জাতীয় দলে থাকার পর বাদ পড়া- বিষয়টা নিয়ে নিজের উপরেও সন্দেহ তৈরি হয়। তবে আইপিএলকে পাখির চোখ করে নিজেকে প্রস্তুত করেছি।”
এদিন সিরাজের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন গুজরাট অধিনায়ক শুভমন গিল। ম্যাচে আরও এক নজির গড়েছেন সিরাজ। আইপিএলে ১০০ উইকেটের মালিক হলেন তিনি। যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামিদের সঙ্গে একই আসনে বসলেন ‘মিঞা’ভাই।