নয়াদিল্লি: জ্বালানির দাম আকাশছোঁয়া। এবার রান্নার গ্যাসের দামও ঊর্ধ্বমুখী। একধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম। ফলে কলকাতাতেও বাড়ল রান্নার গ্যাসের দাম। সোমবার সাংবাদিক সম্মেলন করে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। মাথায় হাত মধ্যবিত্তের।
বিপাকে দেশের মধ্যবিত্ত। দাম বাড়ল রান্নার গ্যাসের। সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে দামবৃদ্ধির কথা সোমবার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ফলে কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হল ৮৭৯ টাকা। উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদেরও গুনতে হবে অতিরিক্ত দাম। স্বাভাবিকভাবেই ফের পকেটে টান পড়তে চলেছে মধ্যবিত্তদের।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী সোমবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপ্ত ক্রেতাদের এতদিন রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে ৫০০ টাকা দিতে হত। দামবৃদ্ধির ফলে তাঁদের ৫৫০ টাকা করে দিতে হবে। অন্য ক্রেতাদের এত দিন রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে দিতে হত ৮০৩ টাকা। দামবৃদ্ধির ফলে তাঁদের দিতে হবে ৮৫৩ টাকা। তিনি আরও জানিয়েছেন, প্রতি দুই থেকে তিন সপ্তাহ অন্তর জ্বালানি এবং এলপিজির দাম পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনা করেই এলপিজির দাম বৃদ্ধি করা হয়েছে।