প্রতিবেদন : ব্যাটার আউট হওয়ার পর তাঁকে হাতের তালুতে কিছু লিখবার ভঙ্গিতে প্যাভিলিয়নের পথ দেখাচ্ছেন বোলার। ক্রিকেটীয় ভাষায় যাকে বলে ‘নোটবুক সেলিব্রেশন’। হালফিলে এই উদযাপন-ভঙ্গিমা বেশ পরিচিত হয়ে উঠেছে বাইশ গজে। আর চলতি আইপিএলে(IPL )টানা দুই ম্যাচে এই ‘নোটবুক সেলিব্রেশন’ করলেন লখনউ সুপার জায়ান্টসের তরুণ লেগস্পিনার দিগ্বেশ রাঠি। প্রথমবার জরিমানার মুখে পড়েও হুঁশ ফিরল না তাঁর। দ্বিতীয়বারও একই কাজ করে বসলেন। যার জেরে এবার দিগ্বেশকে গুনতে হবে দ্বিগুণ অঙ্কের জরিমানা।
Read More: রামনবমীতে বাইক মিছিলে নিষেধাজ্ঞা, বাজানো যাবে না ডিজে
গত মঙ্গলবার পাঞ্জাব কিংসের ব্যাটার প্রিয়াংশ আর্যকে আউট করে ‘নোটবুক সেলিব্রেশন’ করেছিলেন দিগ্বেশ।(IPL )আর শুক্রবার মুম্বইয়ের ব্যাটার নমন ধীরের উইকেট নেওয়ার পর সেই একই কাণ্ডের পুনরাবৃত্তি ঘটান তিনি। পাঞ্জাব-ম্যাচে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা দিয়েছিলেন দিগ্বেশ। এবার ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা দিতে হবে তাঁকে। আইপিএল বিধির লেভেল ১ অপরাধ করেছেন তিনি। সেই সঙ্গে তাঁর নামে যুক্ত হল আরও একটি ডিমেরিট পয়েন্ট।
Link: https://x.com/ekhonkhobor18/status/1908573658563346730?s=19
যদিও বল হাতে এদিন দিগ্বেশ ছিলেন সপ্রতিভ। আঁটোসাঁটো বোলিং করেছেন তিনি। ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। মুম্বইয়ের বিরুদ্ধে ১২ রানে জয় পেয়েছে লখনউ। দিগ্বেশের পাশাপাশি শাস্তির মুখে পড়েছেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থও। স্লো ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে তাঁকে।