কলকাতা: রবিবারই রামনবমী উদযাপন। রামনবমী নিয়ে আগেভাগেই কড়া নিরাপত্তায় তৎপর পুলিশ।(Kolkata Police)ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। এর মধ্যেই রামনবমীর শোভাযাত্রায় মোটরবাইক মিছিল করা যাবে না। পাশাপাশি শোভাযাত্রায় কোনও ডিজে বাজানো যাবে না বলেও জানিয়েছে পুলিশ। এবং এই নিয়ম অমান্য করে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তার যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে।
Read More: স্বাস্থ্যোন্নয়নে আরও এক ধাপ এগোল বাংলা, স্নায়ুরোগের চিকিৎসায় নয়া পদক্ষেপ রাজ্যের
কলকাতার নগরপালের এই নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে থানাগুলিকে। আদালতের রায়ের কথা উল্লেখ করে আগেই পুলিশ জানিয়েছিল, মিছিলে অস্ত্রের প্রদর্শন করা যাবে না। তা অমান্য করলে পুলিশ(Kolkata Police)ব্যবস্থা নেবে। পুলিশের এক কর্তা জানান, যে পথে মিছিল যাবে, সেখানে পুলিশ পিকেট করা হয়েছে। ওই দু’দিন স্থানীয় থানাকেও সজাগ থাকতে বলা হয়েছে।
তবে, রামনবমীর মিছিলের উদ্যোক্তাদের কলকাতা হাইকোর্টের নির্দেশিকা মনে করিয়ে দেওয়ার কথা থানাগুলিকে বলেছিল লালবাজার। সূত্রের খবর, থানার আধিকারিকদের সঙ্গে মিছিলের উদ্যোক্তারা যোগাযোগ করেননি। ফলে একাধিক জায়গায় পুলিশের সঙ্গে মিছিলের উদ্যোক্তাদের বৈঠকই হয়নি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1908526134280806724?s=19
উল্লেখ্য, মিছিলের পুরো পথ ক্যামেরায় মুড়ে দেওয়ার জন্য বলা হয়েছে থানাগুলিকে। প্রয়োজনে ক্যামেরা ভাড়া করতে হবে। শুক্রবার রাত পর্যন্ত বিভিন্ন থানা সেই কাজ করেছে। মিছিলের সঙ্গে একাধিক ভিডিয়োগ্রাফার রাখা হচ্ছে। যাতে পুরো মিছিলের উপরে নজরদারি চালানো যায়। কলকাতা পুলিশের ন’টি ড্রোন রয়েছে। আকাশপথে নজরদারি চালাতে ওই দিনের জন্য ড্রোন ভাড়া করছে থানাগুলি। পাশাপাশি, পুলিশকে বডি ক্যামেরা ব্যবহার করতে বলা হয়েছে।
প্রসঙ্গতা, রবিবার শহরে ৬০-এর বেশি রামনবমীর মিছিল বেরোনোর কথা। পুলিশ জানিয়েছে, এর মধ্যে বড় মিছিল হওয়ার কথা কাশীপুরে দু’টি, বড়বাজার, এন্টালি থেকে ক্রিস্টোফার রোড, খিদিরপুর এবং পিকনিক গার্ডেনে একটি করে মোট ছ’টি। ওই দিনের মিছিলে অংশ নেওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।