নয়াদিল্লি : কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এবার তাঁর পরিবারের নিরাপত্তায় কোপ বসাল কেন্দ্র।(Central Government)এতদিন ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কৌর। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়ার জেরে এখন থেকে ‘জেড ক্যাটাগরি’র নিরাপত্তা পাবেন তিনি।
Read More: পূর্ব মেদিনীপুরে ফের শক্তিক্ষয় বিজেপির, তৃণমূলের দখলে ভগবানপুর গ্রাম পঞ্চায়েত
স্বাভাবিকভাবেই মোদী সরকারের(Central Government)এই সিদ্ধান্তে প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক মহলে। নিয়ম অনুযায়ী, প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পান। যদিও এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সময়ে সময়ে খতিয়ে দেখা হয় যে ব্যক্তি নিরাপত্তা পাচ্ছেন তাঁকে ঠিক কোন ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া উচিত। সেই সমীক্ষার পরই গুরশরণ কৌরের নিরাপত্তা একধাপ কমানোর সিদ্ধান্ত নিয়েছে শাহের মন্ত্রক। ‘জেড প্লাস’ নিরাপত্তা অনুযায়ী, সিআরপিএফ জওয়ানরা কৌরের নিরাপত্তায় নিযুক্ত থাকবেন। তিনি কোথাও গেলে তাঁর সঙ্গে সর্বদা থাকবেন বন্দুকধারী ৬ জওয়ান। তাঁর বাসভবনে সর্বদা মোতায়েন থাকবেন ২ জন নিরাপত্তারক্ষী।
Link: https://x.com/ekhonkhobor18/status/1908460788026847368?s=19
উল্লেখ্য, মনমোহন সিংহ ও তাঁর স্ত্রীর নিরাপত্তা কমানোর ঘটনা এই প্রথম নয়। বিগত ২০১৯ সালেও তাঁদের নিরাপত্তা কমিয়েছিল মোদী সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে এসপিজি নিরাপত্তা পেতেন তাঁরা। তবে তা কমিয়ে করা হয় ‘জেড প্লাস’। কেন্দ্র নিয়ম আনে, শুধুমাত্র প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্যই বহাল থাকবেন এসপিজি জওয়ানরা। বাকিদের জন্য থাকবে সর্বোচ্চ ‘জেড প্লাস’। এবার সেই নিরাপত্তাও কমিয়ে দেওয়ায় বিতর্কের সূত্রপাত হয়েছে।