কলকাতা: বহু আগে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক চালু হয়ে গিয়েছে। এবার পালা কালীঘাটের। আগেই জানানো হয় যে, নববর্ষের আগেই কালীঘাটের স্কাইওয়াকের(Kalighat Skywalk)উদ্বোধন করা হবে৷ এবার পাকাপাকি দিনক্ষণ জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়ে দিলেন কবে কালীঘাটের স্কাইওয়াকের উদ্বোধন!
Read More: রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের তোড়জোড়, ৭ দফা নির্দেশিকা তৃণমূলের
বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে করেন মমতা। তিনি সেখানেই জানান, “১৪ এপ্রিল কালীমন্দিরের স্কাইওয়াক (Kalighat Skywalk)ও উন্নয়ন উদ্বোধন। এমাসেই দিঘার জগন্নাথ মন্দিরেরও উদ্বোধন হবে। আমাদের অনেক কাজ আছে।”
উল্লেখ্য, দক্ষিণেশ্বরে রানি রাসমণি স্কাইওয়াকের উদ্বোধনের দিন, ২০১৮ সালের নভেম্বর মাসে কালীঘাটে স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেন। দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটের স্কাইওয়াক তৈরির জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার।
Link: https://x.com/ekhonkhobor18/status/1907741663759307194?s=19
এসপি মুখার্জি রোড থেকে কালীঘাট টেম্পল রোড পর্যন্ত প্রায় সাড়ে ৪০০ মিটার লম্বা একটি স্কাইওয়াক তৈরির বরাতও দেওয়া হয়। ঠিক হয় স্কাইওয়াক ওঠার জন্য থাকবে তিনজোড়া চলমান সিঁড়ি। যদিও শুরুর দিকে দোকানপাট সরানো, হকারদের আপত্তি এসবের জন্য কাজ শুরু হতে ২০২১ সালের শেষদিক পর্যন্ত সময় লেগে যায়। বর্তমানে হকার পুনর্বাসনের সমস্যা মিটে গিয়েছে। স্কাইওয়াকের কাজও সম্পূর্ণ। এবার পালা উদ্বোধনের।