কলকাতা : আরও একবার বিতর্কের কেন্দ্রে রাজ্যপাল সিভি আনন্দ বোস। অবসরের চারদিন আগে সরিয়ে দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তকে! ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি করলেন রাজ্যপাল।
প্রায় একমাস আগে ওয়েবকুপার বৈঠককে কেন্দ্র করে উত্তাল হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। তার রেশ রয়েছে এখনও। এই পরিস্থিতিতে রাজভবন অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তকে অপসারণের চিঠি পাঠাল।
গতবছর এপ্রিলে রাজ্যপালের পছন্দমতোই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান। ভাস্কর গুপ্ত। চলতি মাসের ৩১ তারিখ তাঁর অবসর গ্রহণের কথা। কিন্তু তার আগেই শুক্রবার, রাজভবনের তরফে ভাস্কর গুপ্তকে চিঠি পাঠিয়ে বলে হয়, নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হল। তাৎক্ষণিক ভিত্তিতেই এই নির্দেশ কার্যকর হয়েছে।
অকস্মাৎ এই অপসারণের সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর মতে, এতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি করলেন রাজ্যপাল। “মুখ্যমন্ত্রী তো আগেই তালিকা পাঠিয়েছিলেন, সেখান থেকে কেন একজনকে বেছে নেওয়া হল না!”, জানান তিনি।