কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলের হুঙ্কার শোনা গিয়েছে বারবার। গেরুয়া শিবির একাধিক ইস্যু নিয়ে প্রচারে নামার হুঙ্কার দিয়ে চলেছে। কিন্তু বিজেপি নেতাদের এই একাধিক ইস্যুর দেখা মিলছে না বাস্তবে। সাম্প্রতিক সময়ে নির্বাচনের গুরুত্ব ফিকে হচ্ছে রামনবমীর জন্য। দেখা যাচ্ছে, এখন বিজেপির লক্ষ্য রামনবমী! একাধিক ইস্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না। আসন্ন নির্বাচন নিয়ে প্রচারে কবে পথে নামবে, কী হবে কর্মসূচি তা নিয়ে কিন্তু কার্যত কোনো স্পষ্ট বার্তা মিলছে না। এমনকী দলের অন্দরমহলও এ নিয়ে নিশ্চিত কিছু জানে না বলেও খবর মিলছে।
রামনবমীতে এক কোটি হিন্দুকে সমবেত করার ডাক দিয়েছেন বিজেপি নেতৃত্ব। বিভিন্ন জায়গায় প্রচারও শুরু হয়ে গিয়েছে। ভুয়ো ভোটার, দুর্নীতি একাধিক ইস্যু রয়েছে বিজেপির কাছে। কিন্তু তা নিয়ে মাথাব্যথা নেই পদ্মনেতাদের। এখন ফোকাসে শুধুই রামনবমী। এই রামনবমীতে আদতে কী করবে বিজেপি? সে প্রশ্নই উঠছে রাজনৈতিক মহলে। কেন রামনবমী নির্বাচনের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে? তবে কী ফের ধর্মকে হাতিয়ার করে ভোটব্যাঙ্ক ভরানোর ছক কষছে বিজেপি? তা নিয়েও চর্চা তুঙ্গে।
রাজ্যের বিভিন্ন জায়গায় এবার মহা সমারোহে রামনবমী পালন হবে। জোরালো এই বার্তা আগেই দিয়েছেন কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রামনবমী ঘিরে বার্তা দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতাও। শুভেন্দু ইতিমধ্যেই রাজ্যে হিন্দুত্ববাদের জোরালো সওয়াল করছেন। সেই সুর ধরেই রামনবমীতে আরও মানুষকে সমবেত করার প্রচারও চলছে। প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংও বারাকপুরে চার লক্ষ মানুষকে এক জোট করার ডাক দিয়েছেন।
আবার, বৃহস্পতিবার দিলীপ ঘোষ খড়্গপুরে রামনবমী ইস্যুতে প্রস্তুতি বৈঠক করেছেন। রাস্তায় নেমে লাঠি খেলতেও দেখা গিয়েছে তাঁকে। রামনবমীতে এবার প্রচুর মানুষ পথে নামবেন বলেও দাবি দিলীপের। শুভেন্দু অধিকারী আরও সুর চড়িয়ে রাজ্য সরকারকে রামনবমী ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানিয়েছেন। এহেন চিত্র দেখে মনে করা হচ্ছে, রামনবমীকে হাতিয়ার করে হিন্দুত্বের তাস খেলতে চলেছে বিজেপি। এহেন আশঙ্কাই করছে নানান মহল।
এর পাশাপাশি রামনবমী নিয়ে এত মাতামাতি অথচ ভোট নিয়ে চুপ! এই ছবি দেখে আশঙ্কা করা হচ্ছে বৃহৎ কোনো রণনীতির। যে রণনীতি ফের সাম্প্রদায়িকতার ইস্যুকে উসকে দিতে পারে। তবে এ নিয়ে আগেভাগেই সতর্ক শাসকদল। রাজ্য প্রশাসন কোনওরকম অশান্তি রুখতে বদ্ধপরিকর। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা ইতিমধ্যেই জানিয়েছেন, “রামনবমী ঘিরে পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।”