বনগাঁ : শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবারও বারুণী মেলা আয়োজিত হচ্ছে। বৃহস্পতিবার মতুয়াদের পুণ্যস্নান। হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষ্যে লন্ডন থেকে সমগ্র মতুয়া সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)
Read More: তৃণমূলের উদ্যোগে ফের খুলতে চলেছে কালচিনির মহুয়া চা-বাগান, খুশির হাওয়া শ্রমিক মহলে
নিজের এক্স হ্যান্ডলে মমতা(Mamata Banerjee)লিখেছেন, “জয় হরিবল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মহাবারুণী, পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ তথা সমগ্র বিশ্বের সাধু, গোঁসাই, পাগল, দলপতি, মতুয়াভক্তবৃন্দ নির্বিশেষে সকলকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা।”

বুধবার মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে বারুণী মেলায় গিয়েছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। প্রথমে ঠাকুরবাড়িতে বড়মা বীণাপানি দেবীর ঘরে দিয়ে সেখানে তাঁর মূর্তিতে মালা দেন। পরে হরিমন্দিরে গিয়ে ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে পুজো দেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1905192339066462368?s=19