আলিপুরদুয়ার : বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণের পর থেকেই উত্তরের চা-বলয়ের উন্নতিসাধনের জন্য বিশেষভাবে তৎপর হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)সেইমতোই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তাঁর নেতৃত্বাধীন সরকার। মমতার হাত ধরেই চা-বলয়ে এসেছে উন্নয়নের জোয়ার। সূচনা হয়েছে একের পর এক প্রকল্পের। মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee)চালু করা ‘চা-সুন্দরী’র কল্যাণেই মাথার ওপর ছাদ পেয়েছেন চা-শ্রমিকরা। বহু বন্ধ চা-বাগান ফের আলোর মুখ দেখেছে। এবার সেই তালিকায় সংযুক্ত হল কালচিনি ব্লকের মহুয়া চা-বাগান।
Read More: মুখ্যমন্ত্রীর আর্জিতে সবুজ সংকেত, এবার কলকাতা থেকে সরাসরি মিলবে লন্ডনের বিমান পরিষেবা
তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের নেতৃত্বেই হতে চলেছে সুরাহা। শ্রমিকদের স্বার্থে সরকার ও মালিক উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করে বাগান খোলার বৈঠকের ব্যবস্থা করছে তারা। এবং এই ধরনের বেশিরভাগ বৈঠকই সফল হয়েছে। অবিলম্বেই শ্রমিকদের বকেয়া বোনাস ও মজুরি দিয়েই বাগানের কাজ চালু হবে বলে জানিয়েছে মালিক পক্ষ

স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে শ্রমিক মহলে। এই প্রসঙ্গে তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বরা ওরাওঁ জানান, “খুশির খবর। আগামী ৪ এপ্রিল মহুয়া বাগান খুলে যাচ্ছে। শ্রমিকরা আবার তাঁদের কাজ ফিরে পাচ্ছেন। আমরা তাঁদের সঙ্গে আছি।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1905155879592415344?s=19