লন্ডন: বহুদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যাচ্ছিল কলকাতা-লন্ডন সরাসরি বিমানের কথা। এবার সেই আবেদন তিনি লন্ডনের বুকেও রেখেছেন। অবশেষে তার এই আবেদনে মিলল সাড়া৷ সপ্তাহে দু’দিন কলকাতা-লন্ডন সরাসরি বিমানের পরিকল্পনা করছে ব্রিটিশ এয়ারওয়েজ।(British Airways)প্রাথমিক পর্যায়ের আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
Read More: বিকেল হলেই লন্ডনের ভূমিতে বক্তৃতা, অক্সফোর্ডে মমতার সঙ্গী হবেন সৌরভ
মুখ্যমন্ত্রীর এই আর্জির পরেই জানা গিয়েছে, বিমান কর্তৃপক্ষ(British Airways)যাত্রী সংখ্যা নিয়ে সমীক্ষা করবে। বিজনেস ও ফার্স্ট ক্লাস ভর্তি হওয়ার সম্ভাবনা নিয়েও সমীক্ষা চালাবে কর্তৃপক্ষ। কারণ, এই দুটি ক্লাস ভর্তি হলেই আর্থিকভাবে লাভবান হবে বিমানসংস্থা।

লন্ডনে পৌঁছে হাই কমিশনে বাংলা থেকে সরাসরি লন্ডনের বিমান পরিষেবা শুরুর আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাংলা বেশি দূরে না। কিন্তু লন্ডন থেকে একটা সরাসরি বিমান হলে খুব ভালো হয়। আমি ইউকের অ্যাম্বাস্যাডরকে বলব যদি বিষয়টা দেখেন। আগে ব্রিটিশ এয়ারওয়েজ ছিল। এখন সরাসরি বিমান পরিষেবা চালু হলে সুবিধা হবে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1905150935040696439?s=19
মঙ্গলবার বণিকসভাতেও একই আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কলকাতা-লন্ডন সরাসরি বিমান চালু করুন। ব্রিটিশ এয়ারওয়েজকে বিনীত অনুরোধ। যাঁরা প্রথম আসবেন, তাঁদের জ্বালানিতে ছাড় দেব। অন্ডালে গ্রিন এয়ারপোর্ট চালু হয়েছে। একটাও সিট খালি থাকবে না। আমরা প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছি।” মুখ্যমন্ত্রীর এই আবেদনের পরই কলকাতা-লন্ডন সরাসরি বিমানের পরিকল্পনা শুরু করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।