প্রতিবেদন : এককথায় স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। সদ্যই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় অবদান রেখেছেন। প্রায় প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ রান এসেছে তাঁর ব্যাট থেকে। আর আইপিলেও সেই সোনালী ছন্দ অব্যাহত রাখলেন শ্রেয়স আয়ার।(Shreyas Iyer)প্রথম ম্যাচেই খেললেন ম্যাচ জেতানো ইনিংস। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে করলেন ৪৭ বলে অপরাজিত ৯২ রান। হলেন ম্যাচের সেরা। শ্রেয়সের ব্যাটিং-বিক্রমে মুগ্ধ তামাম ক্রিকেটমহল। ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
Read More: বিনিয়োগের আদর্শ স্থান, লন্ডনের মাটিতে শিল্পপতিদের মুখে বাংলার জয়গান
গত আইপিএলে কেকেআরের অধিনায়ক ছিলেন শ্রেয়স।(Shreyas Iyer)কলকাতা চ্যাম্পিয়নও হয়েছিল তাঁর নেতৃত্বে। এবার তিনি রয়েছেন পাঞ্জাব কিংসে। সেখানেও অধিনায়কের দায়িত্ব শ্রেয়সের কাঁধে। আর প্রথম ম্যাচেই ‘ক্যাপ্টেনস নক’ খেললেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে, শ্রেয়স আইয়ার খুব দ্রুত উন্নতি করেছেন। গত ১২ মাসের মধ্যে সবচেয়ে উন্নতি করা ব্যাটসম্যান শ্রেয়সই। তিনে নেমে তাঁর মারমুখী ইনিংস প্রশংসীয়। পাশাপাশি, শ্রেয়সের নিঃস্বার্থ অধিনায়কত্বেরও পরিচয় দেখা গিয়েছে। সৌরভ মনে করেন, বর্তমানে ভারতীয় দলের হয়ে তিনটি ফরম্যাটে খেলার জন্য তৈরি শ্রেয়স।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904878395047239965?s=19
এক্স হ্যান্ডলে সৌরভ লিখেছেন, “গত এক বছরে শ্রেয়স আইয়ার সবচেয়ে বেশি উন্নতি করেছে। সব ফরম্যাটে খেলার জন্য এখন ও প্রস্তুত। লেন্থ নিয়ে ওর কিছু সমস্যা ছিল। কিন্তু এখন সেই সমস্যা কাটিয়ে উঠে ও যেভাবে উন্নতি করেছে তা দেখে দারুণ লাগছে।” ভারতের একদিনের দলের নিয়মিত সদস্য শ্রেয়স। টেস্ট এবং টি-টোয়েন্টিতে নিজের জায়গা ধরে রাখতে পারেননি তিনি। তবে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স সে নির্বাচকদের ফের ভাবাতে বাধ্য করবে, তা বলাই বাহুল্য।