প্রতিবেদন : কার্যত হারের মুখ থেকে দলকে ফিরিয়ে অপ্রত্যাশিত জয় এনে দিয়েছেন তিনি। সোমবার রাতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলে ক্রিকেটমহলে আলোচনার কেন্দ্রে দিল্লি ক্যাপিটালসের ব্যাটার আশুতোষ শর্মা।(Asutosh Sharma)গড়েছেন নয়া রেকর্ড। পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কার উৎসর্গ করেছেন তাঁর ‘মেন্টর’ শিখর ধাওয়ানকে।
Read More: ক্রিকেটাদের মধ্যে বোঝাপড়া মজবুত করতে তৎপর মুম্বই, আগেভাগেই গুজরাত পৌঁছে গেলেন হার্দিকরা
এদিন লখনউয়ের বিরুদ্ধে ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় দিল্লী। দুই ওভারের মধ্যে ৭ রানে ৩ উইকেট হারায় তারা। সেখান থেকে দাঁতে দাঁত চেপে লড়াই শুরু করেন ট্রিস্টান স্টাবস ও আশুতোষ শর্মা।(Asutosh Sharma)স্টাবস ২২ বলে ৩৪ করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর ১৫ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন ভিপরাজ নিগম। তবে অব্যাহত থাকে আশুতোষ-ঝড়। ৩১ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ছক্কা মেরে দলকে পৌঁছে দেন জয়ের লক্ষ্যে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904583590303981902?s=19
ম্যাচের সেরা হিসেবে আশুতোষ নির্বাচিত হওয়ার পর তাঁকে ভিডিও কল করেন তাঁর ‘মেন্টর’ শিখর ধাওয়ান। তাঁকেই সেরার পুরস্কার উৎসর্গ করেন আশুতোষ। নিজের ইনিংস নিয়ে তিনি বলছেন, “আমি শান্ত থাকতে চেয়েছিলাম। নিজের উপর ভরসা ছিল। যা অনুশীলন করেছি, সেরকমই খেলেছি।”
উল্লেখ্য, আইপিএলের ইতিহাসে রান তাড়া করতে নেমে ৭ নম্বর বা তার পরে নামা কোনও ভারতীয় ব্যাটারের এটাই সর্বোচ্চ রান। ২০০৯ সালে রাজস্থানের হয়ে ইউসুফ পাঠান দিল্লির বিরুদ্ধে ৬২ রান করেছিলেন। আশুতোষ ভেঙে দিলেন সেই নজির। এই তালিকায় সবার উপরে আছেন ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্র্যাভো। ২০১৮ সালে মুম্বইয়ের বিরুদ্ধে ৬৮ রান করেছিলেন সিএসকে’তে খেলা ক্রিকেটার। নতুন রেকর্ড গড়ল দিল্লিও। রান তাড়া করতে নেমে ৭ নম্বর বা তার পরে নামা ব্যাটারদের সাহায্যে সবচেয়ে বেশি রান তুলল তারা।